ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধিত তপন মাহমুদ

প্রকাশিত: ০৬:০৮, ২৯ মে ২০১৬

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধিত তপন মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আড়াই দশক আগের কথা। ১৯৮৮ সালের ২৭ মে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফীর নেতৃত্বে যাত্রা করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। সেই থেকে শুরু এবং তারপর শুধুই এগিয়ে চলা। রবীন্দ্র চর্চাকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে সময়ের বহমানতায় সংগঠনটি অতিক্রম করেছে প্রতিষ্ঠার ২৮টি বছর। সাফল্যের সেই উদ্্যাপন হয়ে গেল শনিবার সন্ধ্যায়। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে ২৮ বছরপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সংবর্ধিত হন সংস্থার সভাপতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ। সম্প্রতি বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০১৬’ ও চ্যানেল আই আজীবন সম্মাননা অর্জন করায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তপন মাহমুদকে ফুলের শুভেচ্ছার সঙ্গে গান ও কবিতার সম্মিলিত পরিবেশনায় আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়। মিলনায়তনের বাইরে বেলুন উড়িয়ে ২৮ বছরপূর্তির আনন্দ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ সময় সংগঠনের শিল্পীদের কণ্ঠে গীত হয়Ñ তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে/এ আগুন ছড়িয়ে গেল সব খানে ...। বাইরের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মিলনায়তনে ভেসে বেড়ায় মঙ্গল ও কল্যাণের আহ্বান। সংস্থার শিল্পীরা সম্মেলককণ্ঠে এক সুরে গেয়ে যায়Ñ আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর/ আনন্দ তব উদ্ভাসিত মহাগগনমাঝে ...। এই সুরের সঙ্গে তাল মিলিয়ে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দনের শিল্পীরা। পরের মূল অনুষ্ঠানের শুরুতেই ছিল সংগঠনের শিল্পীদের পরিবেশনায় গান ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ও ‘আলো আমার আলো ওগো’। গানের সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। সম্মেলক নাচ-গান শেষে পরিবেশিত হয় ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’ শিরোনামের গান। এরপর ছিল আলোচনা, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, তপন মাহমুদকে ফুলের শুভেচ্ছা এবং গান ও কবিতা আবৃত্তি। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। সারা দেশে রবীন্দ্রসঙ্গীত চর্চায় ব্যাপ্তি ঘটিয়েছে সংগঠনটি। আর তপন মাহমুদ শুধু একজন শিল্পী নন একইসঙ্গে একজন দক্ষ সংগঠকও। সংস্থার সূচনা থেকে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পালন করছেন সভাপতির দায়িত্ব। কিছু মানুষ থাকেন যারা কোন্ পদে কাজ করছেন সেটার চেয়ে বরং তার ওই সংগঠনের নামটি বললেই ভেসে ওঠে সেই মানুষটির মুখচ্ছবি। তেমন একজন শিল্পী ও সংগঠক তপন মাহমুদ। কামনা কণ্ডি বহু বছর যেন তার এই সাধনা অব্যাহত থাকে। সপ্তাহব্যাপী সপ্তবর্ণা নাট্যোৎসব শুরু ॥ নাট্য নির্দেশক গোলাম সারোয়ার নির্দেশিত সাতটি নাটক নাট্যদল নাট্যচক্রের আয়োজনে শুরু হলো সপ্তাহব্যাপী সপ্তবর্ণা নাট্যোৎসব। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলপ্রদীপে সাতটি শিখা প্রজ্বলন করে উৎসব উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’। জাপানী নাট্যকার ইয়োজো ইয়ামামোতোর মূল রচনা অবলম্বনে নাটকটি অনুবাদ করেন অধ্যাপক আব্দুস সেলিম। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। আজ রবিবার উৎসবের দ্বিতীয় দিনে একই মঞ্চে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘ঘরজামাই’। ছায়ানটের নজরুল উৎসবের সমাপ্তি ॥ সুরের অবগাহনে শেষ হলো ছায়ানট আয়োজিত দুই দিনের নজরুল উৎসব। শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে সমাপনী আয়োজনের শুরুতেই ‘অম্বরে মেঘ-মৃদঙ্গ বাজে’ শীর্ষক সম্মেলক গানের সুরে নৃত্য পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। কথনে অংশ নেন প্রাবন্ধিক মফিদুল হক। অনুষ্ঠানে ছায়ানটের পাশাপাশি নজরল ইনস্টিটিউটের শিল্পীরাও সম্মেলক গানে অংশ নেয়। চিত্রা রায়ের গানের সুরে মুগ্ধ শ্রোতা ॥ গানে গানে ঢাকার শ্রোতাদের মুগ্ধ করলেন ভারতের কণ্ঠশিল্পী চিত্রা রায়। অনবদ্য কণ্ঠের কারুকাজে সঙ্গীতানুরাগীদের অন্তরে ছড়িয়ে দিলেন ¯িœগ্ধতার পরশ। সাতটি স্বরের সমন্বয়ে আবেগে ভাসালেন গানপ্রেমীদের। শনিবার এই শিল্পী অংশ নিলেন রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত সঙ্গীতসন্ধ্যায়। গ্র্যান্ড সাতরঙ্গী শীর্ষক কনসার্টটির আয়োজন করে দি আর্ট অব লিভিং ফাউন্ডেশন। আবু নাছের মানিকের আবৃত্তি এ্যালবামের প্রকাশনা ॥ তরুণ বাচিকশিল্পী আবু নাছের মানিকের একসঙ্গে ছয়টি আবৃত্তি এ্যালবামের প্রকাশনা হয়ে গেল গতকাল। এ্যালবামগুলো- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে ‘রবির আলো’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে ‘বাঁশরী ও বিদ্রোহ’, জীবনানন্দ দাশের কবিতা নিয়ে ‘আদিম রাত্রির জ্যোৎ¯œা’, পূর্ণেন্দু পত্রীর কবিতা নিয়ে ‘কথোপকথন’, একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ‘আমার ভাষা আমার স্বাধীনতা’ এবং প্রেম, সমাজ চেতনা ও দ্রোহের কবিতা নিয়ে ‘কথা ছিল সুবিনয়’। শিল্পকলায় পুতুলনাট্য প্রদর্শনী ॥ শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়ে গেল পুতুলনাট্য প্রদর্শনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মুনীর চৌধুরী রচিত ‘কুপোকাত’, জসীম উদ্্দীন ও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ‘টুনটুনি ও নাককাটা রাজা’ এবং একটি জাতীয় দৈনিকের রম্য সাময়িকী রস+আলো থেকে অনুপ্রাণিত ‘জনৈক গরুর সাক্ষাতকার প্রর্দশিত হয়। ডে বাই ডে চলচ্চিত্রের প্রিমিয়ার ॥ বাংলাদেশী বংশোদ্ভূত কোরিয়ান নির্মাতা শেখ আল মামুন নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ডে বাই ডের প্রিমিয়ার হলো। শনিবার বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের লাইব্রেরির সেমিনার হলে চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অভিবাসীদের জীবন-সংগ্রামের গল্পকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মামুন ইনিশিয়েটিভের ব্যানারে নির্মিত ৫২ মিনিট ব্যাপ্তির ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে জলজ মুভিজ। ছবিটির ব্যাপ্তি ২৫ মিনিট।
×