ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে মানববন্ধন

কনিকার ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি সব শ্রেণীর মানুষের

প্রকাশিত: ০৬:০৭, ২৯ মে ২০১৬

কনিকার ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দাবি সব শ্রেণীর মানুষের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে মহিপুর মোড়ে স্কুলছাত্রী কনিকা রানী হত্যার প্রতিবাদে, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্ত আব্দুল মালেক শুক্রবার সকালে স্কুলছাত্রী কনিকা রানীকে হত্যা ও তার ৩ সহপাঠীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তারা বলেন, কনিকা রানীর হত্যাকারীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করছে। তাই এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান তারা। বক্তারা মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, সাবেক চেয়ারম্যান আজাদুর রহমান মান্নু, মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সফিকুল আলম, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। এ সময় স্থানীয় একজন মাদক ব্যবসায়ী ময়েজ উদ্দীন কান ধরে সকলের সামনে মাদক না বিক্রি করার অঙ্গিকার করেন। মানববন্ধনে ওই এলাকার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ গ্রহণ করে। সদর উপজেলার মহিপুরে শুক্রবার সকালে ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে স্কুলছাত্রী কনিকা রানী ঘোষকে (১৪) কুপিয়ে হত্যা করে এক বখাটে। এ সময় আরও ৩ ছাত্রী আহত হয়। এ ঘটনায় বখাটে বালুগাঁ দিয়াড় গ্রামের আব্দুল মালেককে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আহতরা হচ্ছে, একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে তারিন আফরোজ (১৫), অরুণবাড়ি মহিপুর গ্রামের মোঃ তাজেমুল হকের মেয়ে তানজিমা আক্তার (১৪) ও বেহুলা গ্রামের মোকবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার। এরা মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ঘাতক আব্দুল মালেক একজন মাদকাসক্ত। ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় নিহত কনিকা রানীর মা অঞ্জলি রানী বাদী হয়ে শুক্রবার রাতে আব্দুল মালেকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
×