ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনা প্রতিরক্ষামন্ত্রী তিনদিনের সফরে ঢাকায়

প্রকাশিত: ০৬:০৬, ২৯ মে ২০১৬

চীনা প্রতিরক্ষামন্ত্রী তিনদিনের সফরে ঢাকায়

চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের নেতৃত্বে ৩৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। এসময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কুইয়াং চীনা দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ও উর্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া সফরকালে বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন তারা। প্রতিনিধি দলটির ৩০ মে প্রত্যাবর্তনের কথা রয়েছে। -আইএসপিআর
×