ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে চান মমতা

প্রকাশিত: ০৬:০১, ২৯ মে ২০১৬

শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে চান মমতা

কূটনৈতিক রিপোর্টার ॥ সন্ত্রাসবাদ বিরোধী লড়াই ও ভারত উপমহাদেশে শান্তি রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দিতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়া বাংলাদেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস সচিব মোফাখখারুল ইকবাল শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও ভারতীয় উপমহাদেশের শান্তি রক্ষায় বিশেষ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় লালগালিচা সংবর্ধনা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার কলকাতার রেড রোডে শপথ নেয়ার পর তিনি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন। মমতা নিজেই শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। সেই সময় শিল্পমন্ত্রীকে মমতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অভিনন্দন। আমার এই বিজয়ের মুহূর্তে পাশে থাকার জন্য বাংলাদেশের মানুষকেও অভিনন্দন জানাই। মমতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানাচ্ছি। কলকাতায় লালগালিচা সংবর্ধনা দিতে চাই। তাঁর যখন সুবিধা হবে তখন আসবেন। সে সময় শিল্পমন্ত্রী মমতাকে বলেন, আপনার আমন্ত্রণের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই জানিয়ে দেয়া হবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের তরফ থেকে জামদানি শাড়ি উপহার দেন আমির হোসেন আমু। বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো পদ্মার ইলিশ, যশোরের দেবুর ছানার মিষ্টি পৌঁছে দেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। শুক্রবার কলকাতার রেড রোডে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তিনি প্রধানমন্ত্রীর উপহারের ইলিশ ও মিষ্টি মমতাকে পৌঁছে দিয়েছেন। এছাড়া শিল্পমন্ত্রীর পক্ষ থেকে মমতাকে জামদানি শাড়ি উপহার দেয়া হয়। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মমতাকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মমতা। ২০১১ সালের রাজ্য ভবনে শপথ অনুষ্ঠান হলেও এবার কলকাতার রেড রোডে (ইন্দিরা গান্ধী সড়ক) শপথ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। সে অনুযায়ী শুক্রবার রেড রোডে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৯ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে মমতার শপথ অনুষ্ঠানে যেতে পারেননি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের ‘জোড়াফুল’ পেয়েছে ২১১টি আসন। তাদের প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট-কংগ্রেস জোট পেয়েছে ৭৭টি। আর কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি বাংলায় পেয়েছে তিনটি আসন। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেন কংগ্রেসের এক সময়ের নেত্রী মমতা। ওই নির্বাচনে তার দল তৃণমূল পায় ১৮৪টি আসন।
×