ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ না ব্যাঙ্গালুরু, শিরোপা ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৫২, ২৯ মে ২০১৬

হায়দরাবাদ না ব্যাঙ্গালুরু, শিরোপা ফয়সালা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক ৫০তম দিন আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল)। আজই শেষ হবে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এ ঘরোয়া টি২০ আসরের। এবার নতুন চ্যাম্পিয়ন বেরিয়ে আসবে। কারণ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কেউ শিরোপা জিততে পারেনি। আজ এ দু’দলই মুখোমুখি হচ্ছে শিরোপা লড়াইয়ে। সেই লড়াইয়েও থাকছে সবচেয়ে আলোচিত দুই ক্রিকেটার ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি এবং হায়দরাবাদের পেস স্তম্ভ ও পুরো আইপিএলকে বিমোহিত করে রাখা বাংলাদেশী পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানের দ্বৈরথ! ব্যাট হাতে দুরন্ত কোহলি দলকে শিরোপা জেতাতে পারবেন? হ্যামস্ট্রিংয়ের ক্ষীণ সমস্যায় পড়া বাঁহাতি মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি হওয়ার শঙ্কায় কোয়ালিফায়ারে না খেলানো এ পেসার আজ খেলবেন এমনটাই হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট দাবি করেছে। আইপিএলের নবম আসরের শিরোপা নির্ধারণী এ ম্যাচে দারুণ ভাগ্যবান কোহলির দল নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে। কে পাবে শিরোপা? কোহলি-মুস্তাফিজ দ্বৈরথে কি ঘটবে জানতে হলে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এ ম্যাচের দিকে নজর দিতে হবে। ফাইনালের মূল আকর্ষণটাই কোহলি আর মুস্তাফিজে আটকা। যদিও ১৫ ম্যাচে মাত্র ১৬ উইকেট নিয়ে সাত নম্বরে মুস্তাফিজ। কিন্তু অবিশ্বাস্য ‘সেøায়ার’ আর বিস্ময়কর ‘কাটারে’ তিনি বিমুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদেরও। পুরো আইপিএলেই তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য ভীতিকর। কারণ টি২০ ক্রিকেট চার-ছক্কার খেলা হলেও মুস্তাফিজের বলে রান নেয়াটাই দুর্বিষহ এক অভিজ্ঞতা যে কোন ব্যাটসম্যানের জন্য। কোহলি চলতি আইপিএলে ৮৩.৫৪ গড়ে ৪ সেঞ্চুরি আর ৬ হাফসেঞ্চুরি হাঁকিয়ে রান করেছেন ৯১৯! বোলারদের জন্য বিভীষিকা এ অবিশ্বাস্য ধারাবাহিক ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু কোহলিও নতি স্বীকার করেছিলেন দু’দলের দ্বিতীয় সাক্ষাতে, মুস্তাফিজের ‘সেøায়ারে’ সাজঘরে ফিরেছিলেন মাত্র ১৪ রানে! এবার তিনি মুস্তাফিজের ওপর চরম প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবেন। তাছাড়া প্রথম কোয়ালিফায়ারে চলতি আসরের একমাত্র শূন্য রানটি যোগ হওয়াতে তার মধ্যে রান করার চ্যালেঞ্জটাও থাকবে। তবে লড়াই হবে মূলত ব্যাঙ্গালুরুর শক্ত ব্যাটিং চতুষ্টয়ের (ক্রিস গেইল, কোহলি, ভিলিয়ার্স, ওয়াটসন) ও হায়দরাবাদের বোলিং চতুষ্টয়ের (ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজ, বারিন্দার স্রান ও ময়সেস হেনরিকস)। যদিও প্রথমদিকে ব্যাঙ্গালুরুর বোলিংটাকে একেবারেই দুর্বল ধরে নেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে লেগস্পিনার যুবেন্দ্র চাহাল ও মিডিয়াম পেসার ওয়াটসন দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ২০ উইকেট করে নিয়ে চাহাল দুইয়ে আর ওয়াটসন তিনে! ভুবনেশ্বর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২৩ উইকেট নিয়ে এককভাবে শীর্ষে। প্রাথমিক পর্বে প্রথম দেখায় ব্যাঙ্গালুরু ২২৭ রান তুললেও ডেথ ওভারের ‘মৃত্যুদূত’ মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে উইকেট নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের। ১২ এপ্রিল ব্যাঙ্গালুরুর মাঠে সেই ম্যাচে ৪৫ রানে জিতেছিল কোহলিরা। আর ৩০ এপ্রিল দ্বিতীয় সাক্ষাতে কোহলির উইকেট তুলে নিলেও ৪ ওভারে ৩৪ রান দিয়েছিলেন মুস্তাফিজ। এবার অবশ্য ১৫ রানে জিতে প্রতিশোধ তুলে নিয়েছিল স্বাগতিক হায়দরাবাদ। তবে ব্যাটিং শক্তিতে ব্যাঙ্গালুরুর সঙ্গে পাল্লা দেয়াটা খুবই কঠিন হায়দরাবাদের। দলটির ব্যাটিং অধিনায়ক ডেভিড ওয়ার্নার নির্ভর। শুরুর দিকে শিখর ধাওয়ান দারুণ খেললেও পরের দিকে তেমন সুবিধা করতে পারেননি। আজ চ্যাম্পিয়ন হতে হলে বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও ওয়ার্নারকে যোগ্য সমর্থন দিতে এগিয়ে আসতে হবে অন্যদের। আর হায়দরাবাদের বোলিং শক্তির বিরুদ্ধে কিছু করতে হলে ব্যাটিং দিয়েই দারুণ কিছু উপহার দিতে হবে ব্যাঙ্গালুরুকে। এর আগে ২০০৯ ও ২০১১ সালে ফাইনাল খেলে শিরোপা জিততে পারেনি তারা। এবার তৃতীয় সুযোগ। আর হায়দরাবাদ ২০০৯ সালে ডেকান চার্জার্স নামে খেলে শিরোপা জিতেছিল।
×