ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৪

প্রকাশিত: ০৫:৪৯, ২৯ মে ২০১৬

সড়ক দুর্ঘটনায়  দুই নির্বাচনী  কর্মকর্তাসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় দুই নির্বাচনী কর্মকর্তাসহ চারজন নিহত ও একজন আহত হয়েছে। ওই দিন সকালে ঠাকুরগাঁওয়ের এক ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ফিরোজা বেগম ও বিমল চন্দ্র নামে দুই পোলিং অফিসার নিহত হন। একই দিন ঢাকার আশুলিয়ায় ট্রাক চাপায় আমান উল্লাহ নামে একজন নিহত হয়। নিহত আমান পেশায় ভেক্যু ব্যবসায়ী। শনিবার দুপুরে কক্সবাজারের ঈদগাঁও নামক স্থানে মাইক্রোবাস উল্টে জানে আলম নামে একজন নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ঠাকুরগাঁও ॥ ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সীরহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার কালেশ^রগাঁও আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজা বেগম (৩২) এবং দারাজগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র (৪০)। তারা একই মোটরসাইকেলযোগে বালিয়া বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে ভোটগ্রহণের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সীরহাট নামক স্থানে পঞ্চগড়গামী নাবিল এন্টারপ্রাইজের একটি নৈশকোচের চাপায় তারা ঘটনাস্থলেই মারা যান। সদর থানার ওসি মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাভার ॥ আশুলিয়ায় ট্রাক চাপায় আমান উল্লাহ (৪৫) নামের এক ভেক্যু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া থানাধীন জিরাবো বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে। শনিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার নুরুল হকের ছেলে ভেক্যু ব্যবসায়ী আমান উল্লাহ বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ইয়ারপুর এলাকায় যাওয়ার পথে জিরাবো এলাকায় তাকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজার ॥ চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে মাইক্রোবাস উল্টে হেলপার নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার দুপুরে মেহেরঘোনা জব্বারিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত জানে আলম (২৫) ও আহত জনি আলম খোদাইবাড়ী এলাকার বাসিন্দা। ওয়ার্কশপে মেরামত শেষে মাইক্রোবাস নিয়ে ট্রায়াল দিতে মহাসড়কে যায় হেলপার জানে আলম। ওইসময় ইঞ্জিনমিস্ত্রি জনি পাশের সিটে বসেছিল। মেহেরঘোনা ফরেস্ট অফিস গেট পর্যন্ত গিয়ে গাড়িটি ঘুরিয়ে আবার ঈদগাঁও বাসস্টেশনে চলে আসার পথে জব্বারিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি কয়েকবার ডিগবাজি খেয়ে এক পর্যায়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
×