ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালটে সিল মারা নিয়ে এসব হিংসাত্মক ঘটনা

পড়ল ১১ লাশ ॥ ইউপি ভোটের পঞ্চম ধাপেও সহিংসতা

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ মে ২০১৬

পড়ল ১১ লাশ ॥ ইউপি ভোটের পঞ্চম ধাপেও সহিংসতা

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম দফা ইউপি নির্বাচনেও সহিংসতায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীসহ ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কামাল উদ্দিন। তিনি ওই ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউনিয়নের নাগেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। অপর দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ ইয়াছিন। তিনিও প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। শনিবার নির্বাচনী সহিংসতায় জামালপুরে ৪, নোয়াখালীতে ২, চট্টগ্রামে পটিয়ায় ৩ কুমিল্লায় ১ ও পঞ্চগড়ে একজনসহ মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশন প্রথম চার ঘণ্টার ভোট পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, তৃণমূলের এ নির্বাচনে বরাবরই নানা ধরনের অভিযোগ থাকে। দলীয় প্রার্থী ও তাদের বিদ্রোহীদের কারণে গোলযোগের প্রবণতাও বেড়েছে। ইসির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য। ভোটের অনেক ধরনের চরিত্র রয়েছে। এখন মানসিকতার পরিবর্তন না হলে গোলযোগ ও অভিযোগের শেষ হবে না বলেন তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জামালপুরে ৪ জন নিহত ॥ নির্বাচন চলাকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের তিন ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জের ধরে চারজন নিহত ও পাঁচজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। শনিবার সকাল দশটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবেরচর গ্রামের নুরল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৩), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নবম শ্রেণীয় ছাত্র নবীরুল ইসলাম (১৫), শেখপাড়া গ্রামের আফজাল শেখের ছেলে মাজেদ আলী (১৫) ও একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫৫)। জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের খোটারচর এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাকিরুজ্জামান রাখাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান আলী ও বিএনপি প্রার্থী ছইমদ্দিন সমর্থকদের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুড়ে। এতে প্রায় ১৫/২০ জন গুলিবিদ্ধ ও সংঘর্ষে আহত হয়। আহতদের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্র ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। জামালপুর পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পটিয়ায় তিনজন নিহত ॥ চট্টগ্রামের পটিয়ায় সহিংসতায় নিহত হয়েছেন এক ইউপি সদস্যসহ তিনজন। নিহতরা হলেন উপজেলার আশিয়া ইউনিয়নের সূর্য শীলের ছেলে বাবুল শীল (৬০), বড়উঠান ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ ইয়াছিন (৩৫) ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ নামে আরও একজন। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিনিময় ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় আহত হয়েছেন আর প্রায় ৫০। আহতদের প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মুমূর্ষুদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে সংঘর্ষে আহত মির্জা মোঃ রুবেল (২৯) মৃত্যুর সঙ্গে লড়ছেন। রুবেল ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ মঈনুদ্দিনের শ্যালক। ঘটনার পর বিজিবি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ছাবেরকে ব্যালেট পেপারসহ আটক করেছে। বিএনপির হামলায় কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী নিহত ॥ ইউপি নির্বাচনে দলীয় প্রতিপক্ষের টেঁটার আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন নিহত হয়েছেন। বিকেলে জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, তিতাসে নির্বাচন চলাকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন (৫২) নাগেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বেরিয়ে বলরামপুর কেন্দ্রে যাওয়ার পথে বিকাল ৩টার দিকে হামলার শিকার হন। এ সময় একই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহাম্মদ তপন ভূইয়ার লোকজন নাগেরচর বালুর মাঠ এলাকায় তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে টেঁটাবিদ্ধ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিতাস উপজেলা যুবদলের সভাপতি মনির হোসেন ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের ভাই মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, এই নির্বাচনে আমার ভাইয়ের জয় নিশ্চিত ছিল বিধায় তিতাস উপজেলা বিএনপি’র সভাপতিসহ কয়েকজন নেতার নির্দেশে পরিকল্পিতভাবে তোফায়েল আহমেদ তপন ক্যাডার বাহিনী দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে। নোয়াখালীতে ২ জনের মৃত্যু ॥ এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম সৈয়দ আহম্মেদ (৬৫)। স্থানীয়রা জানান ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের ধাওয়া দেয়। ওই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সৈয়দ আহম্মেদ। ধাওয়ার মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এছাড়াও জিরতলি ইউনিয়নের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে পুলিশ ও দুর্বৃত্তদের সংঘর্ষের ঘটনায় শাকিল আহমেদ নামে একজন নিহত হয়েছে। সে জিরতলী গ্রামের মিলন হোসেনের ছেলে। এছাড়া দুই উপজেলায় ব্যাপক সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছে। জেলার ২টি উপজেলার ২৫ উপজেলায় ২৩২ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয় পাল্টাধাওয়া, সংঘর্ষ ব্যালট বাক্স ছিনতাই ঘটনা শুরু হয়। পঞ্চগড় ॥ নির্বাচন পরবর্তী সহিংসতায় নাসির উদ্দীন (৫০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ আরও ১২। নিহত নাসির কোরিয়াপাড়ার মরহুম ফাগু মোহাম্মদের ছেলে। রাতে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া প্রাইমারী স্কুলের ভোটকেন্দ্রে ফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের (ফুটবল) কর্মী-সমর্থকরা বিজয়ী মেম্বার তরিকুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। লাঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট করে। এতে নাসির উদ্দীন (৫০), তার স্ত্রী নুরজাহান (৪৮), ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য সেরাজুল ইসলাম, আমিনুল ইসলামসহ ১২ জন আহত হন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেয়ার নাসির মারা যান। এদিকে ১১ জনের মৃত্যুর ঘটনা ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভোট চলাকালে কেন্দ্রে হামলা, দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়নে ভোট চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জ সদরে ভোট চলাকালে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ চার জন আহত হয়েছেন। লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে হামলা ও পুলিশের গুলিতে ১২ জন আহত হয়েছেন। নড়াইলে ভোট কেন্দ্র দখলের সময় বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জে ব্যালটবাক্স ভাঙচুর ছিনতাই ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগে জড়িত থাকার অভিযোগে কাজীপুরের সহকারী প্রিসাইডিং অফিসারকে ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। চাঁদপুেের কচুয়ায় নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ৫০। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব কেন্দ্রে ভোটারদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেছে ভোট প্রদানের অপেক্ষায়। তবে বিচ্ছিন্ন ঘটনা ও সহিংসতায় নিহত হওয়ার ঘটনায় উৎসবমুখর ভোটের এই পরিবেশ সম্পূর্ণ ম্লøান হয়ে পড়েছে। কমিশনের প্রতিক্রিয়া ॥ এদিকে পঞ্চম দফায় ইউপি নির্বাচনকে আগের চার দফার চেয়ে ভালো মনে করছে নির্বাচন কমিশন। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর কমিশন থেকে পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার আবু হাফিজ শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার তুলনামূলক ভাল ভোট হচ্ছে। নোয়াখালী, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কিছু গোলযোগের খবর এসেছে। যেখানে অনিয়ম হয়েছে সেখানে ভোট বন্ধ করে দেয়া হয়েছে। কমিশন থেকে সব সময় নির্বাচনের খোঁজ রাখা হয়েছে। কয়েকটি এলাকায় হামলা-সংঘর্ষ ছাড়া অন্য কোথাও কোন অসুবিধা হচ্ছে না। আমরা ব্যবস্থাও নিয়েছি। বলা যায়Ñ আগের চার ধাপের চেয়ে তুলনামূলক ভাল হচ্ছে। সহিংসতা বেড়েছে-সিইসি ॥ এদিকে পঞ্চম দফায় নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে জাল ভোট কমেছে, তবে সহিংসতা বেড়েছে। নির্বাচনের দিন সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছে। তিনি বলেন, ৭১৭ ইউপি নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৬ হাজার ৮৮৪। এর মধ্যে অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটের আগের রাতে জাল ভোট দেয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকায় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কমিশনে বিএনপির অভিযোগ ॥ এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র দখল, হামলা, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বলেন, ভোটের নামে খেলা হচ্ছে, তামাশা চলছে। সব জেনে-শুনে কোন ব্যবস্থা নিচ্ছে না ইসি। তারা জেগে ঘুমাচ্ছে। কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে করার কিছু থাকে না। এখন ইসিকে অভিযোগ জানানোর চেষ্টাও বৃথা। তিনি বলেন, নির্বাচনে স্থানীয় প্রশাসন সাহায্য করছে ক্ষমতাসীন দলকে। আর দলকে সহায়তা করছে ইসি। ভোটের অনিয়ম দেশবাসীর কাছে তুলে ধরতেই বারবার ইসির কাছে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। জানতাম এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তবু আমরা নির্বাচনে এসেছি গণতন্ত্রের স্বার্থে। এসে দেখলাম দেশজুড়ে ভোট জালিয়াতি ও ডাকাতি। ইসি জেনেশুনেও কোন ব্যবস্থা নিচ্ছে না। ইসির অসহায় হওয়া উচিত নয়। কারণ, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটের যে হাল অবস্থা, তাতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েই বা লাভ কী। সারাদেশের পরিস্থিতি : ব্রাহ্মণবাড়িয়া ॥ কেন্দ্র দখল, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে সদর ও কসবা উপজেলার ১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি মনোনীত সদর উপজেলার ৩ চেয়ারম্যান প্রার্থী। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সিতানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। বিলকেন্দুয়া গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়। চিলোকুট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় পুলিশের গুলিতে একজন আহত হয়। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার ইউছুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দু’পক্ষের হামলা ধাওয়া পাল্টাধাওয়া ও পুলিশের গুলিতে ১০/১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মোঃ আলী, কুপিয়ে আহত ফরহাদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও জাল ভোট দেয়া ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ কেন্দ্রে ১৫ জনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নৌকার পক্ষে সিল দেয়ার অভিযোগে আমীর হোসেনকে এক মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। দিঘলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনোয়ার হোসেন নামে ১ জনের ৬ মাসের কারাদ- ও নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেনের ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নড়াইল ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের সময় ৪টি বোমা বিস্ফরণ ঘটায় আওয়ামী লীগ সমার্থিত প্রার্থীর লোকেরা। শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারিতে পাঁচজন আহত হয়। ভ্রাম্যমাণ আদালত জাকির হোসেন ইমরান চৌধুরী (৩৮) নামে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে। সিরাজগঞ্জ ॥ জাল ভোট দেয়াকে কেন্দ্র করে কাজীপুরে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়। আফানিয়া ভোট কেন্দ্রে জাল ভোট দেবার সময় সহকারী প্রিসাইডিং অফিসারকে৬ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মোল্লাকান্দি ইউপিতে নির্বাচনী সহিংসতায় পুলিশসহ দুজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের রাজারচর প্রাথমিক বিদ্যালয়, চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলের চেষ্টা হয়েছে। এই সময় হামলাকারীরা বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক শর্টগানের গুলি ছোড়ে। এতে কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার আতঙ্কিত হয়ে দিগি¦দিক ছুটতে থাকে। ভোটগ্রহণরত কর্মকর্তারাও বিপাকে পড়েন। নওগাঁ ॥ রানীনগর উপজেলার খট্টেশ্বর রানীনগর ইউনিয়নের ৩টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটিয়ে কেন্দ্র দখল করতে গেলে কর্তব্যরত পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। হামলাকারীদের উপর্যুপরি ককটেলবাজি ঠেকাতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে তাদের প্রতিহত করে। এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। দিনাজপুর ॥ ভোট কেন্দ্রের পাশে পটকা বিস্ফোরণে আতঙ্ক, ভোট প্রদানকালে গণনা শিটে এজেন্টদের স্বাক্ষর নিয়ে বিশৃঙ্খলা এবং ১টি কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাইয়ের গুজবে নির্বাচনী পরিবেশে উত্তেজনার সৃষ্টি হয়। গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রের পাশেই ৫/৬টি পটকার বিস্ফোরণে আতঙ্কের সৃষ্টি হয়। এছাড়াও সুন্দরবন ইউনিয়নের ফুলবন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোঃ ফরহাদ হোসেন ৬টি বুথের বিভিন্ন প্রার্থীর নির্বাচনী এজেন্টদের কাছ থেকে দুপুর বারোটায় গণনা শিটে আগাম স্বাক্ষর নিলে উত্তেজনার সৃষ্টি হয়। যশোর ॥ অভয়নগরে ব্যালট পেপার ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই চেষ্টা প্রতিহত করতে কেশবপুরের একটি কেন্দ্রে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। কেশবপুরের অপর এক কেন্দ্রে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এর বাইরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বরিশাল ॥ উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেন্দ্রে শনিবার বেলা এগারোটার দিকে জাল ভোট দেয়ার সময় দু’ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ফরিদপুরে তিন উপজেলার ২০ ইউনিয়নের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভাঙ্গার একটি কেন্দ্রে সহিংসতায় ৩০ জন আহত হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গাইবান্ধার ১৫টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাই ২ রাউন্ড গুলিবর্ষণ, দুইপক্ষের মারামারিসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুড়িগ্রামের ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঠাকুরগাঁওয়ে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কুমিল্লা ॥ জেলার তিতাস, মেঘনা, হোমনা, বুড়িচং ও নাঙ্গলকোট উপজেলায় নির্বাচন চলাকালে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া, টেঁটাযুদ্ধ, গুলি, ককটেল বিস্ফোরণের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ব্যালট পেপার ও ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় মেঘনা ও তিতাসের ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কক্সবাজার ॥ রামুর ৫ ইউপির নির্বাচন চলাকালীন বিএনপি প্রার্থী সমর্থকদের হামলায় আ’লীগ প্রার্থীর ৪ সমর্থক আহত হয়েছে। শনিবার দুপুরে কচ্ছপিয়া নারিকেল বাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সদরে ৪টি ও রামুর ৫টিসহ ৯টি ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম ॥ দুজনের প্রাণহানি ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চার উপজেলায় ৪৭ ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ও বিএনপির চারজন চেয়ারম্যানপ্রার্থী নির্বাচন বর্জন করেছে। কচুয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে নিয়ে পঞ্চম দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে হামলা পাল্টাহামলায় ৫০ জন আহত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে দুই সদস্যপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলায় ৬ জন আহত হয়েছে। অনিয়মের অভিযোগ এনে বরিশাল ও ঢাকার ধামরাইয়ে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। নীলফামারীতে বাঁধভাঙ্গা জোয়ারের মতো ভোটারদের স্রোত নেমেছিল। সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটারা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করেছে। নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারের খাগকান্দা, সাতগ্রাম ও বিশনন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে খাগকান্দায় পুলিশসহ ১০ জন, বিশনন্দীতে ২০ জন আহত হয়েছে। সোনারগাঁয়ে ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে বিএনপি প্রার্থীরা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে। নরসিংদী ॥ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শনিবার নরসিংদী সদর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে উপজেলার পাইকারচর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী দু’ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলাকালে ককটেল বিস্ফোরণে ৩ ব্যক্তি গুরুতর আহত হয়। সোনারগাঁয়ে বৃদ্ধের মৃত্যু ॥ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় পদদলিত হয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীবরধদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী দড়িগাঁও গ্রামের মরহুম নেওয়াজ আলীর ছেলে। সোনারগাঁ থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ইদ্রিস আলী হার্টএ্যাটাকে মারা গেছেন। নির্বাচনী কোন সহিংসতায় ইদ্রিস আলী মারা যাননি। আহত কনস্টেবলের মৃত্যু ॥ নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াইলের বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় আহত পুলিশ কনস্টেবল গোলাম ফারুক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নড়াইলের বাঐসোনা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল রাত ৯টায় নড়াগাতির থানার চরকেকানিয়া এলাকায় আওয়ামী লীগ ফারকান মোল্যা এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ কনস্টেবল গোলাম ফারুক গুরুতর আহত হন। গোলাম ফারুককে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়। খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হওয়ার ৪০দিন পরে শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের ২৭ জনকে গ্রেফতার করা হয়। বাঐসোনা ইউনিয়নে গত ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ’লীগ প্রার্থী ফোরকান মোল্যা বিজয়ী হন। গত ১৮ এপ্রিল রাতে পুলিশ কনস্টেবল গোলাম ফারুককে কুপিয়ে জখম করা হয়।
×