ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তিমেলা শুরু

প্রকাশিত: ০৪:১৪, ২৯ মে ২০১৬

ইস্টার্ন ভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তিমেলা শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শনিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী সামার সেমিস্টার এ্যাডমিশন ওপেন হাউস (ভর্তিমেলা)। সকাল ৯টায় শুরু হয়ে প্রতিদিন বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, উপদেষ্টা, চেয়ারপার্সন, পরিচালক (ভর্তি), শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির উপর ৪০% এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। সামার সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৪টি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। মেলা চলাকালে প্রতিদিন বেলা ১২টা ও দুপুর ২.৩০টায় ব্যাচেলর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগযোগ-ইস্টার্ন ইউনিভার্সিটি (বাড়ি নং # ২৬, রোড নং # ৫, ধানম-ি, ঢাকা)। ফোন- ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫ হেল্প লাইন : ০১৭৪১-৩০০০০২। -বিজ্ঞপ্তি। মেয়ের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক এলাকায় আনন্দের বন্যা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ মে ॥ কন্যাসন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তার স্ত্রী এ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় মন্ত্রী মুজিবুল হক ও স্বজনরা হাসপাতালে উপস্থিত ছিলেন। মন্ত্রীর ভাতিজা এ্যাডভোকেট আবুল খায়ের জানিয়েছেন মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে মন্ত্রীর স্ত্রীকে সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। সোয়া ৩টার দিকে ডাক্তারদের সফল অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তান জন্ম দেন। রাজনীতির পেছনে ছুটে চলা মুজিবুল হক জীবনের ৬৭টি বসন্ত অতিক্রম করে ২০১৪ সালের ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।
×