ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনিটরিংয়ের আওতায় আসছে সিডিবিএল

প্রকাশিত: ০৪:০০, ২৯ মে ২০১৬

মনিটরিংয়ের আওতায় আসছে সিডিবিএল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মনিটরিংয়ের আওতায় আসছে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)। এর সার্বিক কার্যক্রম মনিটর করার লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি সংশোধন করা হচ্ছে কর্পোরেট গর্ভনেন্স গাইড লাইন। এর জন্যও ৪ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির ৫৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সূত্র মতে, সিডিবিএলের কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে গঠিত কমিটি প্রতিমাসে নিয়মিতভাবে পরিদর্শন সম্পন্ন করবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যদি প্রয়োজন মনে করে তাহলে যে কোন সময় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করবে। এই কমিটির সদস্যরা হলেন রাজিব আহমেদ আহ্বায়ক, মোঃ আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান, মোঃ গোলাম কিবরিয়া এবং কাজী মোঃ আল-ইসলাম।
×