ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৯, ২৯ মে ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত ২৩ মে পবিত্র শবেবরাতের ছুটি থাকায় আলোচিত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছিল। কিন্তু গত সপ্তাহে তা দেখা যায়নি। উল্টো তাদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। ফলে আগের সপ্তাহের চেয়ে সেখানে সূচকের কিছুটা পতন ঘটে। কিন্তু শেষ কার্যদিবসে মুনাফা তুলে নেওয়ার পরে সূচকের উর্ধগতি ফিরে আসে। জানা গেছে, একদিন সরকারি ছুটির কারণে আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৬ কোটি টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৮ কোটি ৪৯ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৪ কোটি ৭৪ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৫২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৫৮ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৩ শতাংশ। এদিকে, ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ১১ শতাংশ বা ৪ দশমিক ৮৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৬৫ শতাংশ বা ১১ দশমিক ২৫ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ০৮ শতাংশ বা দশমিক ৮৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টি কোম্পানির। আর দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বিএসআরএম স্টিল মিলস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, বে´িমকো ফার্মা ও কেয়া কসমেটিকস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জাহিন টেক্সটাইল, তসরিফা ইন্ড্রাস্টিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আইপিডিসি, হামিদ ফেব্রিক্স, প্রাইম ইসলামী লাইফ, ওরিয়ন ইনফিউশন, আর্গন ডেনিমস, অ্যাপেক্স ট্যানারি ও মালেক স্পিনিং। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক কমেছে দশমিক ১৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
×