ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুস্মিতা আনিসের ভিডিও এ্যালবাম

প্রকাশিত: ০৩:৫১, ২৯ মে ২০১৬

সুস্মিতা আনিসের ভিডিও এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথিতযশা সঙ্গীত পরিবারের সদস্য শিল্পী সুস্মিতা আনিস। নজরুলসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম তার ফুপি। অতি সম্প্রতি নজরুলজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে তার মিউজিক ভিডিওর ডিভিডি এ্যালবাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’। ছয়টি মিউজিক ভিডিওর ডিভিডি সংকলন আগামী জুন মাসের শুরুতে বাংলাদেশ এবং কলকাতায় একসঙ্গে পাওয়া যাবে। মিউজিক ভিডিও এ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইস কোম্পানি। ভিডিও এ্যালবাম প্রসঙ্গে সুস্মিতা বলেন, আমি অনেক ভাগ্যবতী। শৈশবেই ফিরোজা বেগমের মতো এত বড় শিল্পীর সান্নিধ্য পেয়েছি। যেটুকু তাঁর কাছে শিখেছি, তা ধরে রাখার চেষ্টা এখন। এ ক্ষেত্রে কোন আপোস করতে রাজি নই। ভিডিও এ্যালবামটি তার প্রমাণ। নিজের চর্চা রুচি পছন্দের বহির্প্রকাশ মিউজিক ভিডিওটি নজরুল প্রেমীদের ভাল লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুস্মিতার প্রথম তিনটি অডিও এ্যালবাম প্রকাশিত হয় ফিরোজা বেগমের সঙ্গীত পরিচালনায়। এর পর আসে সমসাময়িক বাংলা গানের একক এ্যালবাম। নজরুল সঙ্গীতের পঞ্চম এ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’ প্রকাশিত হয় ২০১৫ সালে। ফিরোজা বেগমের কাছেই ছোটবেলায় সঙ্গীতের তালিম নেন সুস্মিতা। এখন পরিণত বয়স। সুন্দর গান করেন। পারিবারিক এই সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্কে রূপ নিয়েছিল।
×