ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গানে কবিতায় আইজিসিসিতে নজরুলজয়ন্তী উদ্যাপন

প্রকাশিত: ০৩:৫০, ২৯ মে ২০১৬

গানে কবিতায় আইজিসিসিতে নজরুলজয়ন্তী উদ্যাপন

গৌতম পাণ্ডে ॥ মিলনায়তনজুড়ে ধ্বনিত হচ্ছে নজরুলের জনপ্রিয় গান ‘গগনে সঘন চমকিছে দামিনি’। মেঘরাগে শিল্পী সালাহউদ্দিনের দরাজ কণ্ঠের এ গান যেন বর্ণনা করছে বর্ষা ঋতুকে। মিলনায়তনভর্তি শ্রোতা নির্লিপ্তে শুনছে এ গান। সব মিলিয়ে চমৎকার এক পরিবেশে গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠান। গান আর কবিতার ছন্দে জাতীয় কবির ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করে ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতিক কেন্দ্র। অনুষ্ঠানে নজরুলসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সালাহউদ্দিন আহমেদ ও খিলখিল কাজী। গানের ফাকে নজরুলের কবিতার অংশ বিশেষ আবৃত্তি করেন কবি নাতনি ও কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী। এদিন বিকেল থেকে ধীরে ধীরে নজরুল ভক্তদের পদচারণায় ছোট্ট পরিসরের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়। প্রথম গানের পর শিল্পী খিলখিল কাজী পরিবেশন করেন নজরুলসঙ্গীত ‘আল্লাতে যার পূর্ণ ঈমান’। গানের শেষে হাততালি দিয়ে শিল্পীদের অভিনন্দন জানাতে ভুল করছেন না শ্রোতারা। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অধিকাংশ অনুষ্ঠানেই বোদ্ধা শ্রোতা ও সঙ্গীত রসবোধ সম্পন্ন ব্যক্তিদের উপস্থিতি ঘটে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। অনেক সঙ্গীত শিল্পীর উপস্থিতিও ছিল এদিন। পরের গানটি পরিবেশন করেন শিল্পী সালাহউদ্দিন আহমেদ। তার পরিবেশনায় ছিল নজরুলের গান ‘ভুল করে যদি ভালবেসে থাকি’। গানের বাণীর উচ্চারণ আর সুরের মোহতায় সবাই আপ্লুত হয়ে পড়েন। অনেককে গুন গুন করে শিল্পীর সঙ্গে গলা মেলাতেও দেখা যায়। নজরুলের অফুরন্ত ভা-ার থেকে ‘পথিক বন্ধু এসো এসো’ গানটি পরিবেশন করেন খিলখিল কাজী। এভাবে একবার সালাহউদ্দিন অন্যবার খিলখিল কাজীর পরিবেশনার মধ্য দিয়ে চলতে থাকে অনুষ্ঠান। শিল্পী সালাহউদ্দিন আহমেদের পরিবেশিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘শাওন আসিল ফিরে’, ‘জাগো সাকী হাম দরদী জামবাতিতে দাও শরাফী (গজল), ‘পরান প্রিয়’ ও ‘দেখে যারে রুদ্রানী মা সেজেছে আজ ভদ্রকালী’। শিল্পী খিলখিল কাজীর পরিবেশিত গান হচ্ছে ‘মেঘলা নিশিভোরে মন কেমন করে’, ‘ভুলি কেমনে আজো যে মনে’, ‘সাখিরী দেখতো বাগমে কামিনী’ (গজল)। গান ছাড়া তিনি নজরুলের ‘বিদ্রোহী’, ‘সাম্যবাদী’ ও ‘দৃষ্টিতে আর হয় না সৃষ্টি’ কবিতা আবৃত্তি করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে উভয় শিল্পী উপহার দেন নজরুলের বিচিত্র পর্যায়ের জনপ্রিয় গান ও কবিতা। অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গী ছিলেন শাফায়েত আলম (তবলা), বিনোদ রায় (কীবোর্ড), সাকিল মোহাম্মদ দীপন (গিটার), মোহাম্মদ মনিরুজ্জামান (বাঁশি) ও বিদ্যুৎ রায় (অক্টোপ্যাড)।
×