ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় হিটস্ট্রোকে প্রিসাইডিং অফিসারের মৃত্যু!

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ মে ২০১৬

পটিয়ায় হিটস্ট্রোকে প্রিসাইডিং অফিসারের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ মে ॥ ইউপি নির্বাচনের ভোট গণনাকালে চট্টগ্রামের পটিয়ায় এক প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা মনজুর রহমান নূরী (৭০)। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাওলানা মনজুর রহমান নূরী। ভোটগ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হলে হিটস্ট্রোকে প্রিসাইডিং অফিসার অজ্ঞান হয়ে পড়েন। কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদেরসহ স্থানীয়রা প্রিসাইডিং অফিসারকে পটিয়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার আফরোজা বেগম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিটস্ট্রোকের কারণে ওই প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। পাথরঘাটা পৌর প্যানেল মেয়রের মুক্তি দাবি সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৮ মে ॥ পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র ও বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। শনিবার বিকেলে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফডিসি মৎস্য বাজারঘাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল জানান, রফিকুল ইসলাম রিপন বিএজফডিসি মৎস্যবাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহলকে বিভিন্ন রকমের হুমকি-ধমকি দিয়ে আসছে এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নেপথ্যে কলকাঠি নেড়ে হয়ারানি করছে। বামনডাঙ্গা নদী খনন শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পয়ঃনিষ্কাশনসহ বৃষ্টির পানি অপসারণে প্রধান বাধাগ্রস্ত হয়ে পড়েছে জনবসতি। সমস্যা নিরসনে এবার মাঠে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। তাই পয়ঃনিষ্কাশনসহ আসছে বর্ষাকালের বৃষ্টির পানি অপসারণের শনিবার সকাল থেকে শহরের ভেতর দিয়ে প্রবাহিত এবং দখল হয়ে হারিয়ে যাওয়া বামনডাঙ্গা নদীটি আনুষ্ঠানিকভাবে ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ শুরু করা হয়েছে। মাষ্টারপাড়া ও পাচমাথা এলাকা থেকে এর খনন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। মেয়র জানান, এই খনন কাজ চলবে শহরের কৃষিফার্ম পর্যন্ত। এটি বাস্তবায়িত হলে বর্ষার সময় শহরবাসীকে আর জলাবন্ধতার কবলে পড়তে হবে না। কমিউনিটি পুলিশিং সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ মে ॥ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার ৬নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন প্রধান জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। শহরের চকপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
×