ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে কেরানীগঞ্জে চলছে অটোরিক্সা

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ মে ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে কেরানীগঞ্জে চলছে অটোরিক্সা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ মে ॥ ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কেরানীগঞ্জের সড়ক-মহাসড়কে নির্বিঘেœ চলাচল করছে কয়েক হাজার ব্যাটারিচালিত অটোরিক্সা। এতে একদিকে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা অন্যদিকে অপচয় হচ্ছে বিদ্যুত। স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত রিক্সা বেপরোয়া গতিতে চলাচল করে। গতি বাড়লেও হার্ডব্রেক করতে পারে না। ফলে প্রায়ই এগুলো সামনের গাড়ির ওপর আছড়ে পড়ে। ট্রাফিক সার্জেন্ট মিজানুর রহমান বলেন, ব্যাটারিচালিত রিক্সা বন্ধে প্রতিদিনই ১০/১৫টি করে আটক করা হয়। কিন্তু এতে রিক্সা কমানো সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় কথা, চালক ও মালিকদের সচেতন হতে হবে। আর এজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুন্দরগঞ্জে গলাটিপে কিশোর হত্যা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ মে ॥ সুন্দরগঞ্জ উপজেলার সীচা ইউনিয়নের উত্তর সীচা কুটির ভিটা গ্রামে শনিবার দুপুরে লিটন মিয়া (১৪) নামে এক কিশোরকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত লিটন ওই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। সে সীচা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। শনিবার দুপুরে নিহত লিটনের বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক ও বুলু মিয়ার ছেলে আমিন হোসেন নামে দুই কলেজছাত্র প্রতিবেশী রাজিব নামে ৮ বছরের এক শিশুকে দিয়ে লিটনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তারা লিটনকে সুকৌশলে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ডেকে নিয়ে গিয়ে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। শিশু রাজিব লিটনের বাড়ির লোকজনকে ওই দুই যুবকের ডেকে নেয়ার বিষয়টি জানায়। পরে অনেক খোঁজাখুঁজি করে লিটনকে বাঁশঝাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। গ্রামের লোকজন জানান, রাজ্জাকের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি লিটন জানতে পেরে তার বন্ধু-বান্ধবসহ অনেককে তা জানায়। এতে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে বন্ধু আমিন হোসেনের সহযোগিতায় এ ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ এবং এলাকাবাসীর ধারণা। রাজ্জাক ও আমিন এখন পলাতক। স্বর্ণপদক পেলেন বিজ্ঞানী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৮ মে ॥ বাংলাদেশ কৃষি একাডেমি (বিএএজি) স্বর্ণপদক পেয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। শনিবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএএজির পক্ষ থেকে তাঁকে এ স্বর্ণপদক প্রদান করা হয়। ধান গবেষণা ও উন্নয়নের কাজে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম সীড কোম্পানির চেয়ারম্যান মাসুম এবং বিশেষ অতিথি ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ। নর্দান ভার্সিটিতে গ্রাজুয়েশন সমাপনী নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রী সমাপনী উপলক্ষে শনিবার গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের অহিও নর্দান ইউনির্ভাসিটির আইন অনুষদের ডিন ড. রিচার্ট ব্যালেস। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ, ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ. ডব্লিউ. এম আব্দুল হক। -বিজ্ঞপ্তি।
×