ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা

ভুরুঙ্গামারীতে গ্রেফতার তিন

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ মে ২০১৬

ভুরুঙ্গামারীতে গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশের ওপর হামলা এবং পুলিশ ভ্যান ভাংচুরের অভিযোগে ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে। জানা যায়, শুক্রবার রাতে উপজেলার আন্ধারীঝাড়ের খামার আন্ধারীঝাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে আজমল হোসেনের বাড়িতে ২ ব্যক্তিকে আটকে রাখা হয়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার টহলদল এসআই জামিল, এএসআই তপন ও শামসুলের নেতৃত্বে টহলভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে আজমলের নেতৃত্বে কিছু ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই শামসুল, কনস্টেবল আমির হোসেন, বদিউজ্জামান ও গাড়িচালক মোহাদ্দেছ আলী আহত হয়। এসময় উত্তেজিত ব্যক্তিরা পুলিশ ভ্যানটি ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। সাতক্ষীরা সীমান্তে দেড় কেজি সোনাসহ আটক দুই স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে বৈকারি সীমান্তের শিকড়িতে এক কেজি চার শ’ গ্রাম ওজনের ১২ পিস সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারি বিওপির সদস্যরা শুক্রবার রাত দশটার দিকে সোনার চালানটি আটক করে। আটককৃত সোনার মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পালসার মোটরসাইকেল। আটক সোনা চোরাচালানির নাম মোঃ আতাউর রহমান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারি গ্রামের মৃত রুহুল আমিন ওরফে রোহেল সরদারের ছেলে ও একই গ্রামের গোপাল ম-লের ছেলে প্রদীপ কুমার ম-ল (৪২)। আতাউর রহমান বৈকারি ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের ছোট ভাই ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং বৈকারি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। পার্বত্য নারী সম্মেলন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে ১০ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সভানেত্রী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা, মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান ও প্রবীণ শিক্ষাবিদ। দুর্নীতি দমনে সভা নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২৮ মে ॥ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমতলী একে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার সকালে দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভায় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম এ কথা বলেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মু. মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় দুর্নীতি কমিশনের পরিচালক আখতার হোসেন, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও দুদকের উপ-পরিচালক মাহাবুব আলম প্রমুখ।
×