ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোয়ানু ও বৃষ্টি

পটুয়াখালীতে ভেসে গেছে ছয় কোটি টাকার মাছ

প্রকাশিত: ০৩:৪৪, ২৯ মে ২০১৬

পটুয়াখালীতে ভেসে গেছে ছয় কোটি টাকার মাছ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৮ মে ॥ রোয়ানুর প্রভাবে পটুয়াখালীর মাছের ঘের, পুকুর প্লাবিত হয়ে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। গত বৃহস্পতিবার থেকে তিনদিন ধরে টানা বৃষ্টি ও জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে প্লাবিত জেলার দুই হাজার ৩০২ পুকুর ও চিংডি ঘেরের মাছ ভেসে গেছে। ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকারও বেশি বলে মনে করছেন জেলা মৎস্য বিভাগ। রোয়ানু এবং পূর্ণিমার প্রভাবে জোয়ারের সময় সাগর ও নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃহস্পতিবার থেকে তিনদিন ধরে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার দুই হাজার ৩০২ পুকুর ও চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। জেলা মৎস্য অফিস জানায়, সদর উপজেলায় ৪২৫, কলাপাড়ায় ৪২০, বাউফলে ৪৮০, গলাচিপায় ২৭০, দশমিনায় ১৫০, মির্জাগঞ্জে ১৭২, দুমকিতে ২৩৫ ও রাঙ্গাবালী উপজেলার ১৫০ ঘেরের মাছ অতিবৃষ্টি ও জোয়ারের প্লাবনে প্লাবিত হয়ে ভেসে গেছে। এর ফলে জেলায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে কমপক্ষে ২০ হাজার মৎস্যচাষী। জেলা মৎস্য কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত), এসএম আজহারুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক হিসাব অনুযায়ী জেলায় দুই হাজার ৩০২ পুকুর ও চিংড়ি ঘের ভেসে ২৪৯ দশমিক ২৩ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ও ৫৬ দশমিক ৫০ টন চিংড়ি ভেসে গেছে। এছাড়া প্লাবনে পুকুর ও ঘেরের অবকাঠামোও ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ৬ কোটি ৬ লাখ ১৫ হাজার বলে জানান তিনি। শ্রীনগরে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে স্কুলে ঢুকে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা করেছে বহিরাগত সন্ত্রাসীরা। শনিবার বেলা ১১টায় উপজেলার মজিদপুর দয়হাটা কেসি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় ওই বিদ্যালয়ের ৫ ছাত্র আহত হয়। ছাত্রছাত্রী ও স্থানীয়রা জানায়, ২৪ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় প্রতারণার মাধ্যমে জাল টাকা গছিয়ে দেন। শিক্ষকের প্রতারণার ঘটনাটি ওই দিনই ব্যাংকের সিসি ক্যামারায় ধরা পড়লে নিতাই চন্দ্র দাস প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। গতকাল গ্রীষ্মকালীন ছুটির পর বিদ্যালয়ের ক্লাস শুরু হলে ওই ঘটনার সূত্র ধরে ছাত্ররা প্রধান শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে তার অপসারণের জন্য আন্দোলন শুরু করে। আন্দোলনকারী ছাত্রদের দমনের জন্য শিক্ষক নিতাই চন্দ্র দাস মোবাইল ফোনে স্থানীয় সন্ত্রাসী রাজীবকে খবর দেন। বেলা ১১ টার দিকে রাজীব তার ১০-১২ সঙ্গীসহ লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় দশম শ্রেণীর ছাত্র মোঃ জাকারিয়া ও গোবিন্দ বাড়ৈসহ ৫ জন আহত হয়। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য রাজীব বাহিনী হুমকি দিয়ে স্কুল থেকে বের হয়ে যায়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্য এবং বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান ও সাবেক চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঘটনাস্থলে উপস্থিত হলে রাজীব তাদের সামনে ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করে। এর পরপরই বিদ্যালয়ের ক্লাস বাতিল করে ছুটি দিয়ে দেয়া হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস জানান, বহিরাগতরা অতর্কিতে ক্লাসে প্রবেশ করেছে। কিন্তু বহিরাগতদের ডেকে আনা হয়নি।
×