ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজানে নগদ টাকা বহনে পুলিশ সহায়তা দেবে

প্রকাশিত: ০০:১৩, ২৮ মে ২০১৬

রমজানে নগদ টাকা বহনে পুলিশ সহায়তা দেবে

স্টাফ রিপোর্টার ॥ রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নগদ টাকা পরিবহনে (মানি স্কট) নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার এক আদেশে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আদেশে বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। সেই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ মলম পার্টি ও অজ্ঞান পাটির অপতৎপরতা বৃদ্ধি পেতে পারে। এসব অপতৎপরতা এবং পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট থানায় অথবা আবেদনের মাধ্যমে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমে গাড়ি পাঠালে মানি স্কটে পুলিশি সহায়তা পাওয়া যাবে। এছাড়াও সহায়তা প্রত্যাশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয় আদেশে। কন্ট্রোল রুমের নম্বরসমূহ- ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৯৫৫৯৯৩৩, ০১৭১৩৩৭৩১১৯, ০১৭১৩৩৯৮৩১১ ।
×