ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে জাল ভোট দেয়ায় দু’ছাত্রলীগ কর্মীর জেল

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ মে ২০১৬

বরিশালে জাল ভোট দেয়ায় দু’ছাত্রলীগ কর্মীর জেল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কেন্দ্রে শনিবার বেলা এগারোটার দিকে জাল ভোট দেয়ার সময় দু’ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই ওয়ার্ডের বৈকাঠি ভোট কেন্দ্র থেকে আটককৃতরা হলো, ছাত্রলীগ কর্মী বাচ্চু মোল্লা ও আবু জাফর তালুকদার। আটকের পর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলামের আদালতে সোপার্দ করা হলে প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই অভিযোগে ওই ইউনিয়নের বান্না সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডহরপাড়া ও রইরকাঠীর তিনটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতসহ নির্বাচনের দায়িত্ব থেকে উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ারকে প্রত্যাহার করা হয়েছে।
×