ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ১০ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৪৬, ২৮ মে ২০১৬

খাগড়াছড়িতে ১০ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার দাবীতে ১০ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি’র সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে সম্মেলনের আলোচনা সভায় উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সভানেত্রী শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাকমা রাজা ব্যরিষ্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা ,মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান ও প্রবীণ শিক্ষাবিদ, সনাক সভাপতি বোধিসত্ত্ব দেওয়ান। সম্মেলন থেকে বক্তারা, সংসদে তিন পার্বত্য জেলায় নারী প্রতিনিধি নিশ্চিত, নারী শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত, আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচী গ্রহণ, মানবাধিকার নিশ্চিত, প্রথাগত শাসন ব্যবস্থায় নারী প্রতিনিধি নিশ্চিত এবং নারী নীতিমালায় নারীদের অধিকার অর্ন্তভুক্তকরণের দাবী জানান। সম্মেলনে তিন পার্বত্য জেলার নারী জনপ্রতিনিধি ও নারী নেত্রী ছাড়াও নানা শ্রেণী-পেশার নারীরা অংশ নেন। এ ছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় প্রথাগত শাসন ব্যবস্থা ও পারিবারিক সহিংসতা শীর্ষক মুক্ত আলোচনা ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিসদের চেয়ারম্যান কংজরী চৌধূরী ্প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন চাকমা সার্কেলের রানী য়েন য়েন ।
×