ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমতলীতে দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভা

প্রকাশিত: ২০:৫০, ২৮ মে ২০১৬

আমতলীতে দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা)॥ সমাজের বেশীর ভাগ মানুষ দুর্ণীতি মুক্ত, কতীপয় মানুষ দুর্ণীতি গ্রস্থ। এই স্বাধীন দেশ কতিপয় দূর্ণীতি গ্রস্থ মানুষ দিয়ে চলতে পারে না। দেশকে দুর্ণীতি মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্ণীতি বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর ছয় দফা দাবীর মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কথা উল্লেখ ছিল। তিনিই প্রথম পাকিস্তানীদের বিরুদ্ধে দুর্ণীতি প্রতিরোধ গড়ে তুলে ছিলেন। বরগুনার আমতলী একে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার সকাল ১১ টায় দুর্ণীতি দমন কমিশনের মতবিনিময় সভায় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম এ কথা বলেছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মু. মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় দুর্ণীতি কমিশনের পরিচালক আখতার হোসেন, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও দুদকের উপ-পরিচালক মাহাবুব আলম প্রমুখ।
×