ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ২০:১১, ২৮ মে ২০১৬

ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, সান দিয়াগো কনভেনশন সেন্টারের বাইরে দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে পাথর ও পানির বোতল ছুরে মারে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জুনের ৭ তারিখের প্রাইমেরির জন্য এ শহরে একটি র‌্যালির জন্য গিয়েছিলেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকোর সীমান্তঘেরা এ এলাকায় একটি দেয়াল নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে এলাকাটিতে অকিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×