ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পত্রিকার কাটতি বাড়াতেই ‘টার্গেট’ গেইল!

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ মে ২০১৬

পত্রিকার কাটতি বাড়াতেই ‘টার্গেট’ গেইল!

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে মাঠে নয়, বরং মাঠের বাইরের ঘটনাতেই সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বছরের শুরুতে বিগ ব্যাশে এক নারী সাংবাদিককে অভিসারের প্রস্তাব দিয়ে সমালোচিত হন ক্রিস গেইল। নারী দেখা মাত্রই ইঙ্গিতপূর্ণ কথা শুরু করে দেয়া ক্যারিবিয়ান এই ওপেনারের জন্য নতুন কোনো ঘটনা নয়। সর্বশেষ এর নজির দেখা যায় সপ্তাহখানেক আগের। দ্য টাইমস ম্যাগাজিনের এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে আবারও বিতর্কিত হলেন তিনি। অবশ্য এসব বক্তব্যকে ‘গুরুত্ব না দিতে’ আত্মজীবনীতে উল্লেখ করেছেন গেইল। কিন্তু, সমালোচনা এড়াতে পারছেন না তিনি। বিগ ব্যাশে তার খেলা হুমকির মুখে পড়েছে। আইপিএলও তার আচরণকে গুরুত্বের সঙ্গে দেখছে। বিপজ্জনক এ সময়ে অবশ্য গেইলের পাশে দাঁড়ালেন ক্যারিবিয়ান টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামি। তার মতে, পত্রিকার কাটতি বাড়াতেই সাংবাদিকরা গেইলের পেছনে লেগেছে। গেইল ঠাঁট্টার পাত্র নয়, বরং শ্রদ্ধা পাওয়ার যোগ্য দাবি করলেন স্যামি। বললেন, ‘ক্রিস গেইল আনন্দ দিতে ভালোবাসে। আসলে সংবাদপত্রের বেচাকেনা বাড়াতে তাকে টার্গেট করা হয়েছে, বিশেষ করে এখন। আপনারা (সাংবাদিক) তার কাছে আসেন এবং কোন ধরনের উত্তর আসতে পারে জেনেই ওইরকম প্রশ্ন করেন। ক্রিকেটে তার মতো লোকের দরকার। আমাদের অনেকে তার বাইরের চেহারাটা দেখি, সে কেমন মানুষ জানতে চাই না।’
×