ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের 'টার্গেট' কোহলি

প্রকাশিত: ১৯:২৯, ২৮ মে ২০১৬

ওয়ার্নারের 'টার্গেট' কোহলি

অনলাইন ডেস্ক ॥ ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৫৮ বলে ৯৩ রানের উপর ভর করেই গতকাল রাতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল গুজরাট লায়ন্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অাইপিএলের নবম আসরের ফাইনালে উঠে সানরাইজার্স হায়দারাবাদ। আগামীকাল অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। ফাইনালকে কেউ কেউ কোহলি বনাম ওয়ার্নার'র লড়াই বলেই আখ্যায়িত করেছেন। বলাটাই স্বাভাবিক কারণ দুই দলের এই দুই ক্যারিসম্যাটিক ক্রিকেটারের পারফরম্যান্সের উপর ভর করেই ফাইনালে উঠতে সক্ষম হয় আরসিবি ও সানরাইজার্স। গতকাল রাতে ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায়ও এমনটাই আভাস দিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানকারী ওয়ার্নার। প্রতিপক্ষ দলের অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত আউট করাই সানরাইজার্সের প্রধান টার্গেট বলে জানান ওয়ার্নার। তবে কোহলি ছাড়াও যে আরসিবির ভিলিয়ার্স, গেইলের মতো আরো অনেক ম্যাচ বের করে আনার মতো ক্রিকেটার আছে তাও বলতে ভুলেননি সানরাইজার্সের অধিনায়ক। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ওয়ার্নার বলেন, 'আরসিবির বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি ফাইনালে তার চেয়েও আমাদের আরো ভালো খেলতে হবে। বিরাট কোহলি, হোয়াট অ্যা প্লেয়ার!'। আমরা তাকে দ্রুত আউট করার চেষ্টা করবো তবে তার আশপাশের অন্যারাও বেশ ভালো খেলছে। যখন কোহলি ব্যর্থ হচ্ছে সেখানে এবিডি [ভিলিয়ার্স] রয়েছে।' ফাইনাল ম্যাচের পরিকল্পনা সম্পর্কে সানরাইজার্স অধিনায়ক বলেন, 'এটা হচ্ছে মাঠে আমাদের দক্ষতার প্রতিফলন ঘটানো ও তাদের কী খেলোয়াড় আছে তা নিয়ে উদ্বিগ্ন না হওয়া'। এটা হচ্ছে কেবল একটি গেম প্ল্যান থাকা, আর এটাই হচ্ছে সব যা আমরা করতে পারি।' আইপিএলের নবম আসরে এবার সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ১৫ ম্যাচে তার মোট রান ৯১৯। এর মধ্যে সেঞ্চুরি ৪টি ও হাফ সেঞ্চুরি ৬টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১১৩। স্ট্রাইক রেট ১৫১.৯০। আর ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত ১৬ ম্যাচ থেকে করেছেন ৭৭৯ রান যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৯৩। ওয়ার্নারের স্ট্রাইক রেট ১৪৯.২৩। টুর্নামেন্টে সবচেয়ে সফল কোহলি ও ডেভিড ওয়ার্নার-ই তা তাদের ম্যাচজয়ী ইনিংস হোক বা পরিসংখ্যান-ই হোক। উল্লেখ্য, আগামীকাল রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে
×