ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ মে ২০১৬

লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে

নিজস্ব সংবাদাতা, লক্ষ্মীপুর ॥ ৫ম ধাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সদর উপজেলা ভবানীগঞ্জ দক্ষিন পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজিরপাড়া হাইস্কুলসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে কেন্দ্র সমুহে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। এর মধ্যে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো পুরুষ ভোটারের চেয়ে তুলনামূলক বেশী। ১২টি ইউনিয়নের মধ্যে রয়েছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, চরশাহী, কুশাখালী, ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, দত্তপাড়া, হাজিরপাড়া, উত্তর জয়পুর, দিঘলী, পাবর্তীনগর ও বশিকপুরসহ ইউনিয়ন। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ বিএনপি ও স্বতন্ত্রসহ ৬৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সাধারন সদস্য পদে ৪১৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৬জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা-দু’লাখ ৬১ হাজার ৯’শ ৬৬জন। এর মধ্যে পুরুষ-এক লাখ ২১ হাজার ৪’শ ৩১ ও মহিলা এক লাখ ২০ হাজার ৫’শ ৩৫জন। এর মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০৮টি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. নাসির উদ্দিন পাটোয়ারী। এর মধ্যে অধিকাংশ কেন্দ্রই ঝুকিঁপূর্ন হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ প্রশাসন। আইন শৃংখলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। এ ছাড়াও পুলিশের পাশাপাশি রয়েছে, র‌্যাব ও বিজিবি এবং আন্সার ভিডিপি।
×