ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২০, ২৮ মে ২০১৬

বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগকর্মীকে  কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে রেজাউল করিম রেজা নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একদল যুবকের হামলায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাতে ইনস্টিটিউটের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে। নিহত রেজাউল করিম রেজা পলিটেকনিকের সাবেক ছাত্র। আহতরা হলেন- মেহেদী হাসান (২৬) ও ইলেক্ট্রিক্যাল ৪র্থ বর্ষের ছাত্র শামসুজ্জামান ফাহিম (২০)। তাদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান জানিয়েছেন, তিনটি মোটরসাইকেল নিয়ে তারা কয়েকজন পলিটেকনিক ইনস্টিটিউটে ঢুক ছিলেন। রাত পৌনে ১০টার দিকে প্রধান ফটকের সামনে গেলে ২০/২৫ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত পৌনে ১১টার দিকে রেজার মৃত্যু হয়। সাজ্জাদুর আরও বলেন, নিহত রেজাউল করিম রেজা পলিটেকনিক থেকে পাস করে গেলেও ক্যাম্পাসভিত্তিক ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। হামলাকারীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কাজ চালায় বলে দাবি করেন তিনি। ওসি আতাউর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। তবে কী কারণে এ হামলা হয়েছে তা জানা যায়নি। রাত সাড়ে ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রেজার মরদেহ হাসপাতালে ছিল। হত্যার প্রতিবাদে রেজাউল ইসলাম রেজার অনুসারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন।
×