ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সানসিল্ক ফ্যাশন ফিয়েস্তার তিন শীর্ষ ফ্যাশন আইকন

প্রকাশিত: ০৭:৫৬, ২৮ মে ২০১৬

সানসিল্ক ফ্যাশন ফিয়েস্তার তিন শীর্ষ ফ্যাশন আইকন

স্টাফ রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড সানসিল্কের কনটেস্ট ‘সানসিল্ক ফ্যাশন ফিয়েস্তা ২০১৬’। শুক্রবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় কনটেস্টের গালা ইভেন্ট। এতে ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের সেরা ৩০ ফ্যাশন আইকনের মধ্য থেকে একজন করে মোট তিন ফ্যাশন আইকনকে বেছে নেন বিচারকরা। ফাইনাল রাউন্ড শেষে বিচারকদের রায়ে শীর্ষ তিন ফ্যাশন আইকন হলেন- ময়মনসিংহের তাসনুভা নূর, চট্টগ্রামের তাহসিন আক্তার রিয়া ও ঢাকার শামসুন্নাহার সুমী। প্রতিযোগিতার বিচারক ছিলেন জনপ্রিয় মডেল নোবেল, আজরা মাহমুদ ও হেয়ার এক্সপার্ট আবিদা সুলতানা। অনুষ্ঠান শেষে বিচারক ও ইউনিলিভার বাংলাদেশের উর্ধতন কর্মকর্তারা শীর্ষ তিন ফ্যাশন আইকনের হাতে খেতাব ও ফুলের তোড়া তুলে দেন। এর আগে সন্ধ্যায় প্রথম রাউন্ডে প্রতি অঞ্চলের ১০ জন করে ফ্যাশন আইকন র‌্যাম্পে হাঁটেন। প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে আমন্ত্রিত দর্শকদের গান গেয়ে শোনান শিল্পী ইমরান, কণা ও তপু। পরে প্রতি অঞ্চল থেকে তিনজন করে মোট নয়জনকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়। ফাইনাল রাউন্ডে অন্য প্রতিযোগীরা ছিলেন ময়মনসিংহের সাবিনা খন্দকার স্মৃতি ও প্রিয়া আক্তার স্মৃতি, চট্টগ্রামের প্রান্তিকা দাশ ও মিফতাহুল জান্নাত এবং ঢাকার অনামিকা আক্তার ও ফাহমিদা দিনা। জমকালো এই আয়োজন উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী মারিয়া নূর। উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্র্যান্ড সানসিল্ক নিজেদের বিপণনের পাশাপাশি ভোক্তাদের জন্য এই ধরনের ইভেন্টেরও আয়োজন নিয়মিত করে থাকে।
×