ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাট্যচক্রের ‘সপ্তবর্ণা নাট্যোৎসব ২০১৬’ শুরু আজ

প্রকাশিত: ০৭:১৭, ২৮ মে ২০১৬

নাট্যচক্রের ‘সপ্তবর্ণা নাট্যোৎসব ২০১৬’ শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ চুয়াল্লিশ বছরের পথ পরিক্রমায় নাট্যচক্র এ দেশের নাট্যচর্চায় নানাভাবে অবদান রেখে চলেছে। বাংলাদেশের নাট্যাঙ্গনে অসংখ্য ভাল ভাল প্রযোজনা উপহার দিয়েছে নাট্যচক্র। এবার দলের সহসভাপতি নাট্যকার ও নির্দেশক গোলাম সারোয়ারের নির্দেশিত ৭টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে ‘সপ্তবর্ণা নাট্যোৎসব ২০১৬’ শীর্ষক উৎসব। আজ সন্ধ্যা ৬-৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব ম হামিদ, অভিনেতা মাহমুদ সাজ্জাদ, নাট্যকার ও নির্দেশক গোলাম সারোয়ার। উদ্বোধনী ও সমাপনী দিনে নাট্য মঞ্চায়নের পাশাপাশি একাডেমির জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব আজ শুরু হয়ে চলবে আগামী ৩ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবে আজ মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের যৌথ প্রযোজনার নাটক ‘একশ’ বস্তা চাল’। এ ছাড়াও মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘ক্লিওপেট্রা’, উত্তরা কালচারাল সোসাইটির ‘বিবাহ প্রস্তাব’, নাট্যবেদের ‘কমলাকান্ত’, পদাতিক নাট্য সংসদের ‘কালের যাত্রা’ এবং নাট্যচক্রের ‘ভদ্দরনোক’।
×