ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সস্তায় ড্রোন

প্রকাশিত: ০৬:১১, ২৮ মে ২০১৬

সস্তায় ড্রোন

শীর্ষস্থানীয় ড্রোন নির্মাণকারী কোম্পানি ডিজেআইকে টেক্কা দিতে বাজারে আরও কম দামে ড্রোন এনেছে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি। তাদের তৈরি এমআই ড্রোন বাজারে আরেক চাইনিজ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআইয়ের আধিপত্য কমাবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। শিয়াওমির তৈরি এই ড্রোন ডিজেআই ফ্যান্টম-৩’র মতো ক্ষমতাসম্পন্ন। একবার পরিপূর্ণ চার্জে ড্রোনটি প্রায় আধা ঘণ্টা উড়তে পারে। এতে ব্যবহার করা হয়েছে হাই রেজুলিউশন ক্যামেরা, যেটি গ্রাহক তার পছন্দসই নির্বাচন করতে পারবেন। দামে সস্তা হওয়ায় শিয়াওমির এই ড্রোন ডিজেআইয়ের ব্যবসার জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের চীনা প্রধান সম্পাদক রিচার্ড লাই বলেন, এম আই ড্রোন এবং ফ্যান্টম-৩’র ফিচারগুলো প্রায় এক রকম। কিন্তু শিয়াওমির দাম এতই কম যে, আপনি আশ্চর্য হবেন তারা ভাল লাভ করতে পারবে কিনা। ২০১৫ সালে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও ৭ কোটি ১০ লাখ বিক্রি করতে পেরেছে শিয়াওমি। নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবার ড্রোন ব্যবসায় মনোযোগ দিয়েছে তারা। দুটি ভিন্ন মডেলে এমআই ড্রোনটি বাজারে ছাড়বে শিয়াওমি। এক কিলোমিটার রেঞ্জ ও ১০৮০পি রেজুলিউশন ক্যামেরার মডেলের দাম ধরা হয়েছে ২৪৯৯ ইউয়ান এবং দুই কিলোমিটার রেঞ্জ এবং ৪কে ক্যামেরার মডেলটির মূল্য ২৯৯৯ ইউয়ান। এক্ষেত্রে ডিজেআইয়ের ৪ কে ক্যামেরা সংবলিত ফ্যান্টম-৩’র রেঞ্জ ১.২ কিলোমিটার এবং মূল্য ৪৯৯৯ ইউয়ান। - বিবিসি
×