ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে আইনের শাসন নেই ॥ নজরুল

প্রকাশিত: ০৬:০৯, ২৮ মে ২০১৬

দেশে আইনের  শাসন নেই ॥  নজরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ সেই গণতন্ত্র অনুপস্থিত এবং আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশে এখন সভা-সমাবেশ করার অধিকারও নেই। অনির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে, আর বিএনপির নির্বাচিত মেয়ররা আজ কারাগারে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, যখন খালেদা জিয়াকে মামলায় কারারুদ্ধ করার চেষ্টা চলছে, যখন তারেক রহমানকে মামলায় অভিযুক্তের চেষ্টা চলছে, হাজার হাজার দলীয় নেতাকর্মী কারাগারে আটক রয়েছে সে সময়ে আলোচনাসভায় আপনারা সেøাগান দিচ্ছেন, করতালি দিচ্ছেন? রাজনৈতিক দল করতে হলে নেতাদের নির্দেশ না মানলে দল কিছু করতে পারে না, দল টিকে না। চারদিকে আজ শুধুই গুম-খুন চলছে এমন অভিযোগ করে এ থেকে মুক্তি পেতে এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজ ব্যাংক ও শেয়ার মার্কেট লুট হয়ে গেছে। এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট হয়ে গেল। অথচ কেউ এটার দায়িত্ব নিচ্ছে না। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে- রিজভী ॥ সরকার নাম মাত্র ফি’র বিনিময়ে ভারতকে ট্রানজিট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এভাবেই সরকার দিন দিন দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দিচ্ছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মৌলিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে। আসলাম চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হলো অথচ ষড়যন্ত্রের প্রশ্নই আসে না। কারণ, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। তাছাড়া ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিও এটা পরিষ্কার করেছেন।
×