ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঐশীর ডেথ রেফারেন্স শুনানি শীঘ্রই শুরু হচ্ছে

প্রকাশিত: ০৬:০৭, ২৮ মে ২০১৬

ঐশীর ডেথ  রেফারেন্স  শুনানি  শীঘ্রই  শুরু হচ্ছে

আরাফাত মুন্না ॥ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদ- কার্যকর করার জন্য ডেথ রেফারেন্সের শুনানি শীঘ্রই শুরু হচ্ছে। একই সময়ে শুরু হবে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে ঐশীর করা আপীলের শুনানিও। ডেথ রেফারেন্সের শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে ৭২০ পৃষ্ঠার পেপার বুক। চাঞ্চল্যকর এই মামলার শুনানি এখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুমোদনের অপেক্ষায়। সুপ্রীমকোর্ট সূত্র জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঐশীর মামলার পেপারবুক প্রস্তুত করা হয়েছে। প্রধান বিচারপতি অনুমতি দিলে শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আনা হবে। এ বিষয়ে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, ঐশীকে নিম্ন আদালত যে রায় দিয়েছেন, তাতে অনেক ধরনের ত্রুটি রয়েছে। আমরা আপীল করেছি। আশা করি, আপীলে ঐশী খালাস পাবেন। এসব পেপারবুক কীভাবে প্রস্তুত করা হয় জানতে চাইলে সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ফৌজদারি মামলার বিশেষজ্ঞ এসএম শাহজাহান বলেন, মামলা দায়ের থেকে শুরু করে নিম্ন আদালতের রায়সহ সকল নথি পেপার বুকে থাকে। এ ছাড়া আসামিপক্ষ আপীল দায়ের করলে সেখানে নতুন যুক্তি ও নিম্ন আদালতের রায়ে কী ভুল ছিল তা উপস্থাপন করা হয়। গত বছরের ৬ ডিসেম্বর ২৫টি যুক্তি দেখিয়ে ঐশী রহমান হাইকোর্টে আপীল দায়ের করেন। আপীলে তিনি বলেছেন, তার বিচার প্রক্রিয়া ছিল ভুলে ভরা। মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে তাকে সাজা দেয়া হয়েছে। এ ছাড়া বয়সের ক্ষেত্রে মামলার বাদীর বক্তব্য গ্রহণ করেনি আদালত। মামলার বাদী ঐশীর চাচার মতে, ঐশীর জন্ম ১৯৯৬ সালে। এতে ঘটনার সময় ঐশীর বয়স হয় ১৬ বছর। তাই বয়স অনুযায়ী শিশু আদালতে ঐশীর বিচার হওয়ার কথা ছিল। এ ছাড়া ঘটনার সময় তিনটি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে মর্মে তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করলেও তিনি আসামি ঐশীর হাতের আঙুলের ছাপ আদালতে হাজির করেননি।
×