ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়াকে গ্রেফতারের চিন্তা এখন পর্যন্ত সরকারের নেই ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৭, ২৮ মে ২০১৬

খালেদা জিয়াকে  গ্রেফতারের  চিন্তা এখন পর্যন্ত  সরকারের  নেই ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ মে ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোন কোন নেতা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন যে সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের চক্রান্ত করছে বা গ্রেফতার করতে যাচ্ছে। সরকারের একজন মন্ত্রী হিসেবে আমার জানা মতে কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বেগম জিয়াকে গ্রেফতারের চিন্তা ভাবনা এখন পর্যন্ত সরকারের নেই। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সরকারের এ ধরনের কোন সিদ্ধান্ত আছে বলে আমার জানা নেই। তবে আইন আদালতের কোন বিষয় থাকলে সে বিষয়ে আইনমন্ত্রী ভাল বলতে পারেন। তিনি শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগরপাড়ায় বিআরটিসি বাস ডিপো পরিদর্শন এবং সালনায় অবৈধ লেগুনা কারখানায় আকস্মিক অভিযান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। গত বৃহস্পতিবার সড়ক পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে এক মতবিনিময়সভায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান রাস্তায় পরিবহন চালক-শ্রমিকদের কান ধরে উঠবস করানোর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি কোথাও কাউকে কান ধরিয়ে উঠবস করাইনি। এরকম কোন প্রমাণ নেই। এ ব্যাপারে আমি জেনারেল কমেন্ট করেছি মাত্র। আমি যখন বক্তব্য রেখেছি আমি কারও নাম ধরে কোন কথা বলিনি। এখানে বিষয়টা হচ্ছে নৈতিকতার। একটা লোক যদি নাস্তিকও হয় তাকে আপনি কান ধরিয়ে উঠবস করাতে পারবেন না। এটা কোন নিয়ম নয়। সে যদি নাস্তিকও হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু কান ধরিয়ে উঠবস করানোর রীতি কোথাও নেই। এটা একেবারে সামন্তবাদী ব্যবস্থার মতো। এটা চলে না। দেশে আইন আছে, শৃঙ্খলা আছে। তিনি আরও বলেন, আমি একটা জেনারেল কমেন্ট করেছি যে, আমাদের দেশের রাজনীতিক, জনপ্রতিনিধিদের মনে রাখা উচিত আমাদের ৫ বছরের অনেক অর্জনও শুধু খারাপ আচরণের জন্য। পাঁচ মিনিটে শেষ হয়ে যেতে পারে, আমি এর বাইরে কোন কথা বলিনি। কে কি বলল এটা আমার বিষয় নয়। বিষয় হলো, আমি সঠিক বিষয় বলেছি কি-না। সে সময় জাতির যে চিন্তা, চেতনা, অনুভূতির প্রতিধ্বনি আমি করেছি কিনা সেটাও একটা প্রশ্ন। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। নারায়ণগঞ্জে একটা অনুষ্ঠানে গেছি আমি। সেখানে সাংবাদিকরা যদি আমায় প্রশ্ন করে তাহলে আমি এর রিপ্লাই করব না? রিপ্লাইয়ে আমি কোন ব্যক্তির নামও বলিনি। সেখানে আমি যা বলেছি তা জেনারেল দৃষ্টিকোণ থেকে। নারায়ণগঞ্জের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের। তারা ব্যবস্থা নিয়েছে। এসময় তিনি বলেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমি তাদের কাউকে কিছু বলিনি। কারও নাম ধরে কিছু বলিনি। মন্ত্রী আরও বলেন, গাজীপুরে বিআরটিসি বাস ডিপো পরিদর্শনে এসে অব্যবস্থাপনা ও কর্তব্য অবহেলার দৃষ্টান্ত পেয়েছি। এ ব্যাপারে বিআরটিসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ডিপো ম্যানেজারকে শোকজ করতে বলেছি। সালনায় লেগুনা কারখানায় অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, আমার কাছে অভিযোগ আছে এখানে পুরনো মাইক্রোবাস কেটে কেটে লেগুনা তৈরি করা হয় এবং এখানে কারখানা আছে। অবৈধভাবে যে লেগুনা তৈরি করা হচ্ছে তা বন্ধ করতে বলেছি এবং অবৈধ সব যান সিল করতে বলেছি। বিআরটিএ‘র ম্যাজিস্ট্রেট এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, আমাদের দেশে যে পরিবহনের বিশৃঙ্খলা এটা রাস্তায়ও বিশৃঙ্খলা। এগুলো রাতারাতি দূর করা যাবে না। মূলত ইঞ্জিনিয়ারিং সমস্যার চেয়ে মন মানসিকতার পরিবর্তন করাটা দরকার। মন মানসিকতাই একটা প্রবলেম হয়ে এখানে কাজ করছে। আরও ক্যাম্পেন করতে হবে আরও সচেতনতামূলক এজেন্ডা হাতে নিতে হবে এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা আজকে এক জায়গায় নিচ্ছি এটা একটা দৃষ্টান্ত। অন্য জায়গা এটা থেকে শিক্ষা নেবে। অবৈধ যান ও অবৈধ কারখানার বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান অব্যাহত থাকবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম নাহীন রেজা ও উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল খায়ের মোঃ সাদ্দাম হোসেন, গাজীপুরের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াৎ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুল রাজনীতির কারণেই বিএনপির দৈন্যদশা ॥ ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার জানান, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুল রাজনীতির কারণেই বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। ঢাকঢোল পিটিয়ে সম্মেলন করেও কমিটি ঘোষণা করতে পারছে না এখনও। এতে করে দলটির দৈন্যতার চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী শুক্রবার দুপুরে আকস্মিকভাবে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন কাজের ভালুকা উপজেলার ভরাডোবা অংশের অগ্রগতি দেখতে এসে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। সেতুমন্ত্রী সড়কের উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজে সম্পৃক্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে এবারের ঈদে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে কর্মজীবী মানুষ। ঈদের পর আগামী জুলাই মাসের মধ্যে ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের কাজ উদ্বোধন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী। মন্ত্রী জানান, দ্রুতগতিতে ফোরলেনের কাজ এগিয়ে চলেছে। এখন কিছু কিছু অংশে ভিভাইডার ও বিউটিফিকেশনের কাজ শেষ হলেই প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ঈদের পরই এই ফোরলেন প্রকল্পের কাজ শেষে উদ্বোধন করা হবে। মন্ত্রীর পরিদর্শনের সময় ময়মনসিংহ সড়ক বিভাগের প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের কমকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×