ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মিছিল

আসলাম চৌধুরীর ফাঁসি চান ইসলামী দলের নেতারা

প্রকাশিত: ০৬:০৬, ২৮ মে ২০১৬

 আসলাম চৌধুরীর ফাঁসি চান ইসলামী দলের নেতারা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ও ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন আঁতাতের ইস্যুতে এবার আন্দোলনে নেমেছে ইসলামী দলগুলোর ফ্রন্ট গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট। মোসাদের সঙ্গে বিএনপির সম্পর্ককে ‘ইসলামের সঙ্গে দুশমনী’ হিসেবে অভিহিত করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে প্রতিবাদ মিছিল করে বিএনপি নেতা আসলাম চৌধুরীর ফাঁসি দাবি করেছেন ইসলামী দলের নেতারা। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে আঁতাতের দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এর আগে সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলামের গোপন বৈঠকের পরই অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। দলটির মহাসচিব লায়ন এমএ আউয়াল এমপি ইসরাইলী গোয়েন্দা সংস্থা ও বিএনপি-জামায়াতের সম্পর্ক খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে বিএনপি-জামায়াত নানান ধরনের অগণতান্ত্রিক ও অস্বচ্ছ পথে সরকার পতনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন সন্ত্রাসের পাশাপাশি পেট্রোল বোমায় মানুষ মেরে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে খালেদা জিয়াসহ তার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত নেতারা। ওই অপকর্মের ধারাবাহিকতায় দিল্লীতে মোসাদের সঙ্গে বৈঠক করেছে আসলাম চৌধুরী। তরিকত নেতা বলেন, মোসাদ প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতার বৈঠককে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল সমাবেশ করেন মুসল্লিরা। গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে নেতৃত্ব দেন জোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী। ক্ষমতায় যেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইসলামের শত্রু মোসাদের পদতলে মাথা রাখছেন বলে অভিযোগ করেছেন তিনি। মোসাদ কানেকশনের জন্য খালেদাকে সাবধান করে দেন মাওলানা মাসউদুর রহমান। তিনি বলেন, অবিলম্বে ইসলামের দুশমন বিএনপি নেতা আসলাম চৌধুরীর ফাঁসি দিতে হবে। ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য তাকে ফাঁসি দিতেই হবে। না হয় ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। বিচারের আওতায় আনতে হবে আসলামের মদদদাতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের। অন্যথায় ইসলামপ্রিয় জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। খালেদা জিয়াকে প্রশ্ন করে তিনি বলেন, আপনি তো ক্ষমতায় ছিলেন। তাহলে কেন ইসলামের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে এ দেশের তৌহিদী জনতা আর ইসলামকে ধ্বংস করতে চাইছেন? আপনি দলের প্রধান, আপনার নির্দেশ ছাড়া দলের লোকজন মোসাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু আসলাম চৌধুরী নয়, তার সঙ্গে একই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। মোসাদ বাংলাদেশে এলে গণতান্ত্রিক ঐক্যজোট সারাদেশের তৌহিদী জনতাকে নিয়ে জিহাদ ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী আরও বলেন, বহু নবী ও রাসূলদের নির্যাতনকারী ও হত্যাকারী ইসরাইলীরা ফিলিস্তিনে নারী-শিশুসহ পৃথিবীর মুসলমানদের হত্যাকারী। ইসলাম ও মুসলমানকে সারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য অগণিত অর্থ ব্যয় করে যাচ্ছে সেই ইহুদী ইসরাইলীরা। তাদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে ইহুদীদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত তারা দেশদ্রোহী, তারা ধর্মদ্রোহী। তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। ইহুদী ইসরাইল আর সাম্রাজ্রবাদী আমেরিকা বাংলাদেশের সেন্টমার্টিন আর নিঝুম দ্বীপে তাদের সামরিক ঘাঁটি নির্মাণের জন্য দীর্ঘদিন যাবত পাঁয়তারা করছে। এ দেশের তৌহিদী মুসলমান নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। সমাবেশে বক্তব্য রাখেনÑ খলিফা মোহাম্মদ নুরুদ্দিন, শাহ মনিরুজ্জামান, মাওলানা মশিউর রহমান, গাজী মাসুদুর রহমান ও কাজী মাসুদ আহমেদ প্রমুখ।
×