ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে ॥ নিহত ৯

প্রকাশিত: ০৫:৫১, ২৮ মে ২০১৬

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে ॥ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ ছয়টি সড়ক দুর্ঘটনায় শুক্রবার গৃহবধূ ও আদিবাসীসহ ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। অন্যরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় অপর একটি বাস খাদে পড়ে গেলে এক গৃহবধূ এবং বগুড়ায় বাসের ছাদে ভ্রমণের সময় ২ যাত্রী নিহত হয়। এছাড়া, পৃথক সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় আদিবাসীসহ ২ জন, গাজীপুরের শ্রীপুরে এক ট্রাকচালক, চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় ব্যবসায়ী এবং খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক উল্টে নিহত হয়েছে একজন। খবর নিজস্ব সংবাদদাতা ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির পাঠানো। জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ০২-০৫২৯) সমাদ্দার ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে ব্রেক ফেল করে। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্রিজের রেলিং ভেঙ্গে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং মাদারীপুর সদর হাসাপাতালে নেয়ার পর ২জন এবং রাজৈর হাসপাতালে ২ জন মারা যায়। গুরুতর আহত ১৮ জনকে ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, ফায়ার সার্ভিস স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-উজিরপুরের হীরালাল বাড়ৈ (৬০), ঝালকাঠি তারাবুনিয়ার সুফিয়া বেগম (৫০), ঝালকাঠি রাজাপুরের বাসের সুপারভাইসার ওয়ালিউল্লাহ (৪৫), চালক মিজানুর রহমান (৪০), বাসের হেলপার সুজন ফকির (২৮) এবং ঢাকার টিপু সুলতান (৪০)। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে, এছাড়াও এখনও উদ্ধার কাজ চলছে। বাসের চালক মিজানুর রহমান, হেলফার সুজন ফকির ও সুপারভাইজার অলিউল্লাহ ঘটনাস্থলে নিহত হয়। তাদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। এছাড়া বাকি নিহত ও আহতের পরিচয় এখনো জানা যায়নি। ফরিদপুর ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে ওই বাসের যাত্রী গৃহবধূ লাকী বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। লাকী বেগম বরগুনার বেতাগী উপজেলার কাজীরবাগ গ্রামের মামুন মৃধার স্ত্রী। বগুড়া ॥ শুক্রবার দুপুরে বগুড়ায় বাসের ছাদে ভ্রমণরত অবস্থায় দুর্ঘটনায় ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া। তার নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ চালক ইসরাফ্রিলসহ বাসটি আটক করেছে। সাভার ॥ আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক আদিবাসীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন নয়ারহাট ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রামেশ্বরপাড়ার ভকর‌্যার ছেলে ভুজু। তিনি মুড়ং গোত্রের আদিবাসী। বাড়ইপাড়ায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর ॥ জেলার শ্রীপুরে শুক্রবার ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। নিহতের নাম হানিফ শেখ (২৯)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার বান্দরখোলা গ্রামের আকবর আলীর ছেলে। মিরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে রডবোঝাই লরি চাপায় আক্কাস আলী কাশেম (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেমের বাড়ি কুষ্টিয়া জেলায়। খাগড়াছড়ি ॥ আলুটিলায় আনসারের ডালভর্তি ট্রাক উল্টে ট্রাকের হেলপার আজাদ আলী (৩৫) ঘটনাস্থলে নিহত ও ট্রাকের চালক হাসমত আলী (৩০) যাত্রী ইউসুফ কোম্পানি (৪০) গুরুতর আহত হয়েছে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আলুটিলা নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপারের বাড়ি চট্টগ্রামের হাটাহাজারি উপজেলায়।
×