ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চম দফায় আজ ৭২০ ইউপিতে ভোট

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ মে ২০১৬

পঞ্চম দফায় আজ ৭২০ ইউপিতে ভোট

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার পঞ্চম দফায় ৭২০ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত পরিবেশে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। বিগত চার দফায় নির্বাচন কমিশন সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেনি। প্রত্যেক দফায় নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটেছে। অবশ্য নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ জানিয়েছেন পঞ্চম দফায় নির্বাচন অন্য দফার চেয়ে সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। আগের চার ধাপের তুলনায় সুন্দর ভোটের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, কমিশন থেকে নিয়মিতই মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়া হচ্ছে। গোলযোগ হতে পারে এমন সব এলাকায় প্রশাসন ও পুলিশকে বিশেষ তদারকির জন্য তাগাদা দেয়া হয়েছে। সবার সহযোগিতা পেলে আরও ভাল ভোট হবে বলে তিনি উল্লেখ করেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। শেষ হবে যথারীতি বেলা ৪টায়। ইসির হিসাব অনুযায়ী পঞ্চম দফায় ৭২০ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১৫টি দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭২৭ জন। স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২৭ জন। ইতোমধে ৪২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যাদের সবাই আওয়ামী দলীয় প্রার্থী। অপর দিকে বিএনপির প্রার্থী নেই প্রায় ১শ’ ইউপিতে। এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পঞ্চম দফায় দেশের ভোট ৪৪ জেলার ৮৬ উপজেলার ৭২০ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ৭২৯ ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য মোতায়েন করা হয়েছে। এ দফায় ভোট প্রদান করবেন ১ কোটি ১০ লাখের বেশি ভোটার। এজন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৭ হাজারের ওপরে। প্রতিনিধিদের পাঠানো খবর মুন্সীগঞ্জ ॥ নির্বাচনে সহিংসতারোধে গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। পঞ্চম ধাপের এই নির্বাচন নিয়ে এখানে বেশ কয়েক দিন ধরে চলছে নানা সহিংসতা। তাই দু’উপজেলার ১শ’ ৩৫ কেন্দ্র ঘিরে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব, পুলিশ মোতায়ন করা হয়েছে। নওগাঁ ॥ ৩০ ইউনিয়নের ২৮৯ কেন্দ্রের মধ্যে ৯৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রসহ ৩ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হয়েছে পুলিশ-বিজিবি ও র‌্যাবের। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক নিশ্চিত করেছেন। দিনাজপুর ॥ ২টি উপজেলার ২১টি ইউনিয়নে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ১২ হাজার ২২৬ লোক নিয়োগ করা হয়েছে। ২০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৯টি বেশি ঝুঁকিপূর্ণ ও ২০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিহ্নিত করেছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত এবং ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে উপস্থিতির জন্য প্রত্যেকটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। রাজশাহী ॥ ৬৪টি কেন্দ্রের ৫২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দেবে। ফরিদপুর ॥ ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কচুয়া, চাঁদপুর ॥ ১২টি ইউনিয়নের ১২৭টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৮ প্লাটুন বিজিবি, র‌্যাব, অতিরিক্ত পুলিশ, আনসার বিডিপি মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা দমনে ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ইবরাহিম খলিল বলেন- নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্যে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
×