ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হজযাত্রী নিবন্ধনে জটিলতা অবসানে বৈঠক আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ মে ২০১৬

হজযাত্রী নিবন্ধনে জটিলতা অবসানে বৈঠক আজ

আজাদ সুলায়মান ॥ বেসরকারী ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ নিবন্ধনে মাহরিম, পাসপোর্টের সময়সীমা ও পুলিশ ভেরিফিকেশন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে মাহরিম জটিলতায় অন্তত হাজার দেড়েক মহিলা হজযাত্রী এখন দুশ্চিন্তায় পড়েছেন। এ জটিলতা নিরসনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ (শনিবার) এ নিয়ে জরুরী বৈঠকে বসছে ধর্ম মন্ত্রণালয় ও আইটি ফার্ম বিজনেস অটোমেশনের প্রতিনিধিরা। এ সম্পর্কে ধর্ম সচিব আবদুল জলিল তালুকদার জনকণ্ঠকে জানিয়েছেন- গতবারের ন্যায় এবারও মাহরিম জটিলতার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখা এবং সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এ রকম কিছু হয়ে থাকলে কারা দায়ী তা চিহ্নিত করা হবে। হজ নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস বলেছেন, যৌক্তিক কারণে কোন মহিলার মাহরিম যদি বাদ পড়ে থাকে বা নিবন্ধিত না হয়ে থাকে সেটা বিশেষ বিবেচনায় নেয়া হবে। কারণ এ সংখ্যা হাজার খানেকও হবে না। কিন্তু যদি কেউ এখন নতুন করে মাহরিম সেজে কোন মহিলাকে নিয়ে হজে যেতে চায় সেটা হবে না। সূত্র জানায়, হাব এটাকে ই-ব্যবস্থাপনার ত্রুটি হিসেবে অভিযুক্ত করে নতুন করে হজযাত্রীর নাম অন্তর্ভুক্ত করার জন্যই এ ইস্যুকে বড় করে দেখার চেষ্টা করছে। উল্লেখ্য, চলতি বছর ই-ব্যবস্থাপনায় হজের নিবন্ধন চালু হয়। এতে সুস্পষ্টভাবে নিবন্ধনের সময় মহিলা হজযাত্রীদের জন্য মাহরিম উল্লেখ করাটা আবশ্যক। কিন্তু এ মাহরিম হিসেবে অনেকে শুধু অভিভাবক হিসেবে নিকটাত্মীয়ের নাম উল্লেখ করেছেন। তবে বেশিরভাগই মাহরিম শব্দটিই উল্লেখ করা হয়েছে। যারা অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন তাদের নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে। হাব সূত্র জানায়, প্রাক নিবন্ধনে মহিলার সঙ্গে মাহরিম (যে পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন নিষিদ্ধ) এবং স্বামীর সঙ্গে স্ত্রী বা পরিবারে অন্য সদস্যরা প্রাক নিবন্ধনের নির্ধারিত কোটার সংখ্যার মধ্যে প্রাক নিবন্ধিত না হওয়ার কারণেই এ জটিলতা দেখা দিয়েছে। তবে এ সংখ্যা কি পরিমাণ হতে পারে তা মন্ত্রণালয়, হজ অফিস, হাব ও বিজনেস অটোমেশনও নিশ্চিত করতে পারেনি। হাব বলছে- এ সংখ্যা হাজার পাঁচেক হতে পারে। হজ অফিসার ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল বলেছেন- সংখ্যা যে কত তা এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। আজ শনিবার এ নিয়ে বৈঠকে এসব বিষয় সম্পর্কে একটা চিত্র পাওয়া যাবে। জানা যায়- হাব থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় শুধু প্রাক নিবন্ধনের নির্ধারিত সংখ্যার মধ্যে থাকা মহিলাদের নামের একটি তালিকা এজেন্সিগুলোর কাছে চেয়েছে। আজ শনিবারের মধ্যে তালিকা দেয়ার জন্য একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এজেন্সিগুলো মহিলার পাশাপাশি প্রাক নিবন্ধিত পুরুষদের নিকটাত্মীয়দের বিষয়টিও বিবেচনায় নেয়ার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ধর্মসচিব আবদুল জলিল বলেন, আমি আমাদের আইটি বিভাগ বিজনেস অটোমেশনের সঙ্গে কথা বলেছি। আইটির সিস্টেমেই প্রাক নিবন্ধনের সময় মহিলার পরবর্তী সিরিয়ালেই তার স্বামী বা মাহরিমের নাম আসার কথা। কিন্তু এখন বলা হচ্ছে মহিলার সঙ্গে তার স্বামীর নাম আসেনি। বিষয়টি আমার বুঝে আসছে না। তাহলে এজেন্সিগুলো কি মহিলার নিবন্ধনের ক্ষেত্রে মাহরিমের স্থলে অন্য পুুরুষদের দেখিয়ে প্রাক নিবন্ধন করেছে? গতবারও এমন হয়েছিল। একজনের স্ত্রীর নামের আরেকজনের স্বামী উল্লেখ করায় এ জটিলতা ছিল। হাব সূত্রে জানা যায়- ই-ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের নিয়মটি এ বছর থেকে নতুন। এছাড়া নিবন্ধন শুরু হওয়ার পরই অনলাইনে নানা জটিলতা দেখা দিয়েছিল। এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল। এনআইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখা গেছে স্ত্রীর ক্লিয়ারেন্স এসেছে। কিন্তু স্বামীর আসেনি, স্বামীর এসেছে, কিন্তু স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের আসেনি। সে ক্ষেত্রে প্রতিযোগিতার কারণেই এজেন্সিগুলোর পক্ষে অনেক ক্ষেত্রে মাহরিম ও নিকটাত্মীয়ের জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না। এরপরও অনেক এজেন্সি তাদের সংগৃহীত হজযাত্রীর অর্ধেকও প্রাক নিবন্ধন করতে পারেনি। ফলে পুরো বিষয়টি নিয়েই জটিলতা দেখা দিয়েছে। এ দিকে মাহরিম সম্পর্কিত কমিটির এক বৈঠক মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনের সভাপতিত্বে বৈঠকে হাবের প্রতিনিধিও ছিলেন। এ ব্যাপারে হাবের সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা মাহরিম এবং নিকটাত্মীয়দের বিষয়টি একই সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছি। কিন্তু বৈঠকে আমাদের জানানো হয়েছে, শুধু মাহরিম ছাড়া প্রাক নিবন্ধিত মহিলাদের বিষয়টিই দেখা হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তালিকা দেয়ার জন্য বলা হয়েছে। আমরা মাহরিমের পাশাপাশি অন্য নিকটাত্মীয়দের হজের মূল নিবন্ধনের সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। আমরা ধারণা করছি হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৬২টি এজেন্সির সব মিলিয়ে এ ধরনের হজযাত্রীর সংখ্যা হাজার পাঁচেক হতে পারে। এ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়- প্রায় প্রতিটি এজেন্সিই এ জটিলতায় পড়েছে। তারা এ হজযাত্রীদের নিয়ে উদ্বিগ্ন। অনেকে তাদের নিকটাত্মীয় ছাড়া হজে যেতে চাইছেন না। এ ক্ষেত্রে এজেন্সিগুলো ক্ষতির শিকার হতে হবে। হজযাত্রীদের মধ্যে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে। হলি কনসার্ন হজ এজেন্সির স্বত্বাধিকারী নূর হোসেন জানিয়েছেন, তার এজেন্সির চারজন মহিলার প্রাক নিবন্ধন হয়েছে। কিন্তু তাদের মাহরিমের প্রাক নিবন্ধন হলে সিরিয়াল বেসরকারী এজেন্সির নির্ধারিত কোটা ৮২ হাজার ২০০ জনের বাইরে। এভাবে স্কাইগেস্ট এজেন্সির ১০ জন মহিলা, দারুসুন্নাহ ট্রাভেলস এ্যান্ড ট্যুরসের পাঁচজন, ময়নামতি এভিয়েশনের আটজন, রিয়াদুল জান্নাহ ট্রাভেলসের আটজন মাহরিম ও আত্মীয়কে ছাড়াই প্রাক নিবন্ধন হয়েছে। এ ছাড়াও আইডি কার্ড ও পাসপোর্টের জন্মতারিখে গরমিলজনিত কারণেও নিবন্ধনে সমস্যা হচ্ছে। এদিকে হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী ৩০ মার্চ ২০১৭ পর্যন্ত থাকার বাধ্যবাধকতা আরোপ করায় প্রাক নিবন্ধিত কয়েক শ’ হজযাত্রীর নতুন করে পাসপোর্ট করা নিয়েও জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে।
×