ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্যাতিত গৃহবধূর মামলা নেয়নি পুলিশ

প্রকাশিত: ০৪:১৯, ২৮ মে ২০১৬

নির্যাতিত গৃহবধূর মামলা নেয়নি পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত যৌতুকের টাকা বাবারবাড়ি থেকে আনতে অপরাগতা প্রকাশ করায় সাতদিন আটকে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যদের অমানুষিক নির্যাতনে গর্ভপাত হওয়া গৃহবধূর লিখিত অভিযোগ চারদিনেও এজারভুক্ত করেনি থানা পুলিশ। উল্টো নির্যাতিতর বিরুদ্ধে দায়ের করা স্বামীর চুরির অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের। অমানুষিক নির্যাতনে গর্ভপাত হওয়ার পর বর্তমানে শেবাচিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়া গৃহবধূ সেলিনা বেগমের বড় বোন লিলি বেগম অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে মুমূূর্ষু অবস্থায় সেলিনাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই সন্তানের জননী মনিরা বেগম হত্যা মামলায় স্বামী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রমতে, স্বামীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে স্ত্রী মনিরাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বাড়ির অদূরে একটি পুকুরে ফেলে দেয়া হয়। ধর্ষণের অভিযোগে মোয়াজ্জিন গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার টরকীর চর এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোয়াজ্জিন আব্দুর রব (৫৫) পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা সদরের বাসিন্দা। গৌরনদী মডেল থানার ওসি জানান, সন্ধ্যায় থানায় এসে ভিকটিমের বাবা শহিদুল ইসলাম তার ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওইদিন মধ্যরাতে পুলিশ আব্দুর রবকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দু’শিশু নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুগ্ধপোষ্য দু’শিশু কন্যাকে নদীতে ফেলে বসতঘরে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মা সুলতানা বেগম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন পৌর সদরের কালীর বাজারের নজরুল হাওলাদারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক শিশু দুটিকে নদী থেকে উদ্ধার করায় তারা প্রাণে বেঁচে যায়। পুলিশ ওইদিন রাতে সুলতানা বেগমকে আটক করেছে। শারীরিক প্রতিবন্ধী নজরুল হাওলাদার জানান, সংসারের অভাব অনটনের জন্য স্ত্রী সুলতানা বেগমের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে তার ঝগড়া হয়। এতে অভিমান করে সুলতানা দুগ্ধপোষ্য শিশু ফাতেমা (২) ও খাদিজাকে (১) তাদের বসতঘর সংলগ্ন সন্ধ্যা নদীতে ফেলে দিয়ে ঘরে অগ্নিসংযোগ করে নিজে আত্মহত্যার চেষ্টা চালায়। অগ্নিকা-ে ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের বাঘমারা আবাসিক এলাকায় শুক্রবার ভোরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন প্রাণ কোম্পানির ব্যবসায়ী মুকসেদুল আলম। এ সময় বাসায় আর কেউ ছিল না। জানা গেছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার পর শুক্রবার ভোরেরদিকে বসতঘরের ভেতর আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে মৃত অবস্থায় মুকসেদুল আলমকে উদ্ধার করে। টঙ্গীবাড়িতে বৃদ্ধকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার যশলং গ্রামের ইসমাঈল খালাসীর সঙ্গে তার ছোট ভাই কালাম খালাসীর দির্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গ্রীষ্মকালীন ছুটি শেষে রাবি খুলছে আজ রাবি সংবাদদাতা ॥ গ্রীষ্মকালীন ছুটিতে টানা ২১ দিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে শনিবার। এ দিন বিভিন্ন বিভাগে পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে আটদিন বন্ধ রাখার পর শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক মোঃ মশিহুর রহমান বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে গত ৭ থেকে ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। অফিস বন্ধ থাকে ২১ থেকে ২৬ মে। ১৯ মে বিকেল ৪টা থেকে আবাসিক হল বন্ধ রাখা হয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। শনিবার থেকে সকল বিভাগে ক্লাস-পরীক্ষা পুনরায় চালুর পাশাপাশি অফিসও চালু হবে। সহিংসতা রোধে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৭ মে ॥ মর্যাদায় গড়ি সমতা এবং সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রমের সঙ্গে জনগণের অংশগ্রহণে প্রচারণার জন্য শুক্রবার পাঁচবিবি স্টেডিয়াম থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হার্ডকোর আয়োজনে সাইকেল র‌্যালি বের করা হয়। সাইকেল র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিনামূল্যে রিং স্লাব বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ১৫ ইউনিয়ন ও পৌরসভাকে শতভাগ স্যানিটেশন অর্জনের লক্ষ্যে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন তৈরির রিং ও স্লাব বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এ দিন তিনশ’ পরিবারের মাঝে তিনশ’ সেট রিং স্লাব বিতরণ করা হয়, যা পর্যায়ক্রমে ৯ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে।
×