ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পথহারা কিশোরকে বাবা-মার কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৪:১৯, ২৮ মে ২০১৬

পথহারা কিশোরকে বাবা-মার কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পথ হারিয়ে নগরীতে এসে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে ঠাঁই হওয়া কিশোর সোলায়মানকে শুক্রবার দুপুরে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গত ২৩ মে পথ হারিয়ে নগরীতে আসা কিশোর সোলায়মানকে (১২) পুলিশ উদ্ধার করে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন। এসআই লিজা জানান, কিশোর সোলায়মান শুধু তাদের গ্রামের নাম বলা ছাড়া আর কিছুই বলতে পারে না। তার (সোলায়মান) মুখের ভাষার উচ্চারণ ধরে বোঝা যায় সে ভোলা অঞ্চলের বাসিন্দা। সে অনুযায়ী ভোলা থেকে সোলায়মানের মা-বাবার সন্ধান বের করে তাদের বরিশালে আনা হয়। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাত দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিন সদস্যবিশিষ্ট বিডিবির এক প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তাঁর দফতরে বুধবার সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মি. রুডি ভ্যান ডায়েল, সিনিয়র সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট, বাংলাদেশ রেসিডেন্ট মিশন, এডিবি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মি. রিওতারো হায়াশি, সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট, হিউম্যান এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবি এবং ড. মহিউদ্দিন আলমগীর, কনসালটেন্ট, এডিবি। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি এবং ইউজিসি সচিব ড. মোঃ খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি মেশিনারি প্রদর্শনী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্টেশন ক্লাবে জেলা চালকল মালিক গ্রুপের আয়োজনে ৫ম আন্তর্জাতিক রাইস মিল মেশিনারী এবং টেকনোলজি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রদর্শনীর উদ্বোধন করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি সারোওয়ার আশফাক আহমেদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ। অজগর অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৭ মে ॥ ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি শুক্রবার দুপুরে কেলিশহর ইউনিয়নের পাহাড়ে বন বিভাগ অবমুক্ত করেছে। খিল্লাপাড়া বসুন্ধরা আবাসিক এলাকা থেকে স্থানীয়রা সাপটি ধরেছিল। বন বিভাগ খবর পেয়ে তা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। উপস্থিত ছিলেন কেলিশহর বন বিট কর্মকর্তা এসএম কাওছার, পটিয়া বন রেঞ্জের হেডম্যান মহিউদ্দিন, ভিলেজার মোঃ মাহবুব। বন রেঞ্জের হেডম্যান মুহাম্মদ মহিউদ্দিন জানান, অজগর সাপটি খিল্লাপাড়া এলাকায় একটি শিয়াল গিলে খেয়েছে। স্কুলছাত্রী ৯ দিনেও উদ্ধার হয়নি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৭ মে ॥ পুরাতন কলাবাগান এলাকার বাসিন্দা ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহৃতা (রীতা আক্তার) ৯ দিনেও উদ্ধার হয়নি। একই এলাকার হৃদয় ভুইয়া স্কুলছাত্রীকে গত ১৮ মে শহরের ইঞ্জিনিয়র মুস্তাফিজুর রহমানের বাসার সামনে থেকে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা হাসি বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছে। সুন্দরবনে ৩৫ মৎস্যজীবীকে অপহরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের পশুর নদ থেকে শুক্রবার ভোরে ৩৫ মৎস্যজীবীকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলের মাথাপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তাদের বাড়ি বাগেরহাটের মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও রামপালে। জানা গেছে, ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন তারা। এ সময় ওই এলাকায় তাদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। তাদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায় দস্যুরা। কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, অপহরণের বিষয়ে খোঁজ-খবর ও তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। যুবকের হামলায় গৃহবধূ হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৭ মে ॥ নেশা করতে বাধা দেয়ায় কালকিনি পৌর এলাকার চড় ঝাউতলা গ্রামে মাহিনুর বেগম (৩৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। ওই গৃহবধূকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। জানা গেছে, পৌর এলাকার চড় ঝাউতলা গ্রামের সেলিম বেপারীর স্ত্রী মাহিনুর বেগম একই এলাকার নুরু বেপারীর মাদকাসক্ত ছেলে আরিফ হোসেনকে নেশা করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ হোসেন মাহিনুর বেগমকে বেদম মারপিট করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এনএসইউ বুক শপ উদ্বোধন নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘এনএসইউ বুক শপ’ প্রতিষ্ঠা করেছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বুক শপের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাশেম। এখন থেকে শিক্ষার্থীরা এনএসইউ বুক শপ থেকে সহস্রাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা, পাঠ্যবই, রেফারেন্স বই, সাহিত্য ও বাণিজ্যিক বইসহ যাবতীয় শিক্ষা উপকরণ পাবে। অনুষ্ঠানে ট্রাস্টি সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক মোস্তাক হাবিব। Ñবিজ্ঞপ্তি তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো অলিয়ার, সুজন ও শ্যামল। সাভারে প্রচার ক্যাম্পে আগুন নিজস্ব সংবাদদাতা, সাভার, থেকে জানান, সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনীর দুটি প্রচার ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া গ্রাম ও ছাগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোরে হারুরিয়া ও ছাগলাকান্দি গ্রামে ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের দুটি নির্বাচনী প্রচার কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। দুর্বৃত্তরা এ সময় ওই দুই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। দিনাজপুরে প্রার্থীর জরিমানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী আটক করে। কেরানীগঞ্জে কার্যালয় ভাংচুরের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, শাক্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) লায়ন ইউসুফ খানের একটি নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ইউসুফ খান এ অভিযোগ করেন। তিনি বলেন, সকালে কিছু দুর্বৃত্ত করিমহাজীর গ্রামে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে ঢুকে তার সমর্থকদের মারধর করেন।
×