ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালপুরে পিটিয়ে হত্যা ॥ গোপনে লাশ দাফন

প্রকাশিত: ০৪:১৮, ২৮ মে ২০১৬

লালপুরে পিটিয়ে হত্যা ॥ গোপনে লাশ দাফন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ মে ॥ লালপুরে পলি খাতুন (৯) নামে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পারিবারিক কবরস্থানে গোপনে দাফন করা হয় লাশ। এ ঘটনায় স্কুলছাত্রীর দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রী মহারাজপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে। আটককৃত দুই ভাই, মিলন হোসেন এবং আলমগীর হোসেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট পলি খাতুন। শুক্রবার রাতে পারিবারিক বিরোধ নিয়ে পলি খাতুনকে বেধড়ক মারপিট করে মিলন হোসেন। মারপিটের এক পর্যায়ে মৃত্যু হয় পলি খাতুনের। পরে পলি খাতুন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে ভাই মিলন হোসেন ও তার পরিবারের লোকজন। এমনকি পুলিশকে কিছু না জানিয়ে শুক্রবার ভোরে সবার অজান্তে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। ওসি আব্দুল হাই জানান, পলি খাতুনের মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। তার মৃত্যুর পেছনে ভাই মিলন হোসেন এবং আলমগীর হোসেন জড়িত কিনা সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত করে বলা যাবে পলি খাতুনের মৃত্যু হত্যা না আত্মহত্যা।
×