ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে কাঠ চোর চক্রের আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৭, ২৮ মে ২০১৬

রাঙ্গামাটিতে কাঠ চোর চক্রের আরও একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৭ মে ॥ কাপ্তাই রাইখালীর বড়খোলা ডংছড়িতে বিজিবির ধাওয়া খেয়ে কাঠ বোঝাই জীপগাড়ি উল্টে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম মেডিক্যালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চোরাই কাঠ বোঝাই জীপ রাইখালী অভিমুখে যাওয়ার পথে বিজিবির চেকপোস্ট অতিক্রমের সময়ে চালককে থ নির্দেশ দিলে গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এতে গাড়িটি উল্টে সাদ্দাম হোসেন (৩৫) হেলপার নিহত এবং গাড়ির চালক জাবেদ, নাজিম উদ্দিন আহত হয়। লাশ বিজিবি ক্যাম্পে নেয়া হলে উত্তেজিত জনতা বিজিবি ক্যাম্পে হামলা চালিয়ে চেকপোস্টের গোলঘর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি’র সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে বলে ক্যাম্প কমান্ডার জানান। এই ঘটনায় কয়েক শ’ লোক বিজিবি ক্যাম্প ঘিরে রাখে।
×