ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মা ও শিশু স্বাস্থ্যসেবায় এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০৪:১৬, ২৮ মে ২০১৬

মা ও শিশু স্বাস্থ্যসেবায় এ্যাম্বুলেন্স

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ মে ॥ মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধামইরহাটের আট ইউনিয়নে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অবহেলিত গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ মাত্র ১ থেকে ২শ’ টাকায় এসব এ্যাম্বুলেন্সের সেবা পাবেন। এছাড়া পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ধামইরহাটের প্রতিটি ইউনিয়নে ‘দীপ্তি’ নামে ভ্রাম্যমাণ লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে এ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ লাইব্রেরী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু। ধামইরহাটের ইউএনও হোসেন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নওগাঁ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান । ২০১৫-১৬ অর্থবছরের এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে ধামইরহাটের আট ইউনিয়নে এই এ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ লাইব্রেরী সেবা পল্লীর অবহেলিত মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত চার্জারকে এ্যাম্বুলেন্সে রূপ দিয়ে তার নাম দেয়া হয়েছে, ‘মা ও শিশু স্বাস্থ্যসেবা এ্যাম্বুলেন্স’। ছাদে ঘূর্ণায়মান লাল আলোর বিচ্ছুরণ আর সাইরেন বাজিয়ে গ্রামের কাঁচা-পাকা সড়কে ছুটে চলবে এই এ্যাম্বুলেন্স।
×