ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে ১০ সমর্থক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৪:১৫, ২৮ মে ২০১৬

নড়াইলে ১০ সমর্থক গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ মে ॥ কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকদের হামলায় আ’লীগ প্রার্থী এসএম হারুনার রশীদের সমর্থক গুলিবিদ্ধ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুরুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে হারুনার রশীদের সমর্থক সরফরাজ, হুমায়ুন, জিল্লুর, ওমর, আকসির, আব্দুল্লাহ, ফুরকার মামুন, জাকির সাইফুলসহ অন্তত ১০ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ধাওয়া, পাল্টাধাওয়ায় উভয়পক্ষের আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনি পক্ষের জাকাতুর জানান, প্রথমে হারুন পক্ষের সমর্থকরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে ধাওয়া, পাল্টাধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আওয়ামী লীগের প্রার্থী হারুনার রশীদর জানান, বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকরা আমাদের লোকজনের ওপর গুলি চালালে অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণি ৭জন গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেছেন।
×