ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী কলেজে ছাত্রী হোস্টেলে হামলা ও ভাংচুর

প্রকাশিত: ০৪:১২, ২৮ মে ২০১৬

রাজশাহী কলেজে ছাত্রী হোস্টেলে হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাজশাহী কলেজে থামানো যাচ্ছে না বিশৃঙ্খলা। মারামারি, সহিংসতা নিত্যদিনের কা-ে পরিণত হয়েছে এখন কলেজে। সর্বশেষ আবারও বৃহস্পতিবার রাতে তুলকালাম কা- ঘটেছে এ কলেজের মহিলা হোস্টেলে। ওইদিন রাত ১০টার দিকে কলেজের ছাত্রী হোস্টেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে ছাত্রীদের মারপিট ও হোস্টেলের বিভিন্ন কক্ষের জানালা-দরজাসহ আসবাবপত্র ভাংচুর করেছে। এ নিয়ে রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে ওইদিন সকালে ছাত্রলীগের নেত্রী শাবানা ও তার সহযোগীরা সাবিনা আক্তার নামের এক আবাসিক ছাত্রীকে মারপিট করে। এ ঘটনায় সাধারণ ছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেত্রীর বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এরপরে উত্তেজনা আরও বেশি ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ওই ছাত্রীকে উঠিয়ে আনতে গেট ভেঙ্গে হোস্টেলে প্রবেশ করে আবাসিক ছাত্রীদের ওপরে হামলা চালায়। ছাত্রীরা অভিযোগ করেন, হামলাকারীরা আহত ছাত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এ হামলা চালিয়েছে। হোস্টেলের গেট ভেঙ্গে হামলাকারীরা ছাত্রী সাবিনা আক্তারের খোঁজ করতে থাকে। শেষে তাকে না পেয়ে হোস্টেলের বিভিন্ন কক্ষ ভাংচুর করে। আবাসিক ছাত্রীরা অভিযোগ করেন, সকালে হামলার ঘটনার বিচার সন্ধ্যায় করা হবে বলে জানিয়েছিলেন কলেজ অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান। কিন্তু সন্ধ্যায় তিনি তা না করে রাজশাহীর বাইরে চলে যান। এ সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যায় ছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় দুই হোস্টেলের ছাত্রীরা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলার সময় রহমতুন্নেসা ছাত্রী হোস্টেলের (পূর্ব পাশের ভবনটি) প্রধান ফটকে কে বা কারা তালা লাগিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পরে অপর ছাত্রী হোস্টেলে (পশ্চিম পাশের ভবনে) বিদ্যুত চলে যাওয়ার সুযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা হোস্টেলে অনুপ্রবেশ করে। এতে আবাসিক ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। হামলাকারীরা হোস্টেলের বিভিন্ন কক্ষের দরজা, জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পরে সংবাদ পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ছাত্রী হোস্টেলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
×