ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে আন্তঃনগর ট্রেনের টিকেট মিলছে না

প্রকাশিত: ০৪:১১, ২৮ মে ২০১৬

যশোরে আন্তঃনগর ট্রেনের টিকেট  মিলছে না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ট্রেনের কোচ সংকটের কারণে যশোর রেলস্টেশন থেকে সুন্দরবন, চিত্রা, রূপসী ও সীমান্ত এক্সপ্রেসের বিলাসবহুল টিকিট দিতে পারছেন না সংশ্লিষ্টরা। ফলে চেয়ার, এসি কিংবা শোভনে আরাম করে যারা ঢাকা কিংবা সৈয়দপুরে যান তারা পড়েছেন বিড়ম্বনায়। গত চার মাস যাবত এ সংকট লেগে থাকায় ঢাকা কিংবা উত্তরবঙ্গে যাত্রীদের উপায়ন্তর না পেয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। কেউ কেউ বিকল্প হিসেবে বাস বা পরিবহনে চেপে বসছেন। আর এই সংকটের কারণে প্রতি মাসে যশোর স্টেশন থেকে রেলওয়ের আয় কমছে কমপক্ষে ২৪ লাখ টাকা। তবে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও সরকারের এই আয় কমা কবে বন্ধ হবে সে উত্তর মেলেনি। যশোর জংশনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা ও সৈয়দপুরগামী ট্রেনের টিকিট মিলছে না। সিট ছাড়া এত দূরের পথে টিকিট কেটে গন্তব্যে পৌঁছাতে রাজি নয় যাত্রীরা। এদিকে স্টেশনে ঢাকা ও সৈয়দপুরের ট্রেনের সিটসহ টিকিট না পাওয়ার খবর শুনে যাত্রী কম হচ্ছে। রেল স্টেশনের একটি চায়ের স্টলে আলাপ হয় ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সৈয়দ তৌহিদ জামানের সাথে। আলাপচারিতায় যশোর শহরের ষষ্ঠিতলার বাসিন্দা এই ছাত্র জানান, আরামদায়ক ও স্বল্প খরচের হওয়ায় তিনি ট্রেন ভ্রমণ করেন। শব-ই-বরাতের তিন দিন আগে যশোরে আসেন ট্রেনে চেপে। গত সোমবার স্টেশনে এসে কাউন্টারে শোনেন ট্রেনের সিট খালি নেই। এখন তিনি বিপাকে পড়েছেন। যশোর রেল স্টেশন সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ৭০টি শোভন চেয়ার, ১৫টি এসি চেয়ার, চিত্রা এক্সপ্রেসের ১৮টি এসি চেয়ার, সৈয়দপুরগামী আন্তঃনগর ট্রেনের ৪৮টি শোভন ও সীমান্ত এক্সপ্রেসের ৩৫ সিট যশোর স্টেশনের জন্য বরাদ্দ থাকলেও কোচ সংকট থাকায় আসনসহ টিকিট দিতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে রেলওয়ের পশ্চিম অঞ্চলের ডেপুটি চীফ কমার্শিয়াল ম্যানেজার এম এ জিন্নাহ কোচ সংকটের কথা স্বীকার করে জানান, বেশ কিছু কোচ নষ্ট হয়ে গেছে। মেরামত করতে দেয়া হয়েছে। নতুন কোচ সংযোজনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে কবে নাগাদ সংযোজন হবে বলতে পারছি না।
×