ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উডবার্নে কবি

প্রকাশিত: ০৪:০৯, ২৮ মে ২০১৬

উডবার্নে কবি

আমাকে বিদ্রোহী বলে খামখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার নেই। আমি বিদ্রোহ করেছি। বিদ্রোহের গান গেয়েছি। অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে। ...কুসংস্কারের বিরুদ্ধে। ...জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ। মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য ঋণ-অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য দূর করতেই আমি এসেছিলাম...’ এই কথাগুলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। ১৯৪২ সালে কলকাতার রয়্যাল আলবার্ট হলে তাকে সংবর্ধনা দেয়ার পর কবির বক্তব্যে যা ছিল তা কবিপুত্র সব্যসাচীর কণ্ঠে রেকর্ড হয়ে আছে। জানা যায়, এই বক্তৃতা ছিল কবির শেষ ভাষণ। কবি কাজী নজরুল ইসলাম কলকাতায় ওই বক্তব্য দেয়ার প্রায় ১৩ বছর আগে ১৯২৯ সালে বগুড়ায় এসেছিলেন। বগুড়ার এ্যাডওয়ার্ড পার্কের ভেতরে ১৮৬৬ সালে স্থাপিত উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবর্ধনায় কবি বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছিলেন। -সমুদ্র হক, বগুড়া থেকে
×