ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর সব এলাকা সিসি টিভির আওতায় আসেনি

প্রকাশিত: ০৪:০৭, ২৮ মে ২০১৬

রাজধানীর সব এলাকা সিসি টিভির আওতায় আসেনি

নগরীর নিরাপত্তা জোরদারে গত বছর রাজধানীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেয় সরকার। কয়েকটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হলেও সরকারী ঘোষণা এখনও পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি। নাগরিক নিরাপত্তা বাড়াতে পুরো রাজধানীকে দ্রুত সিসিটিভির আওতায় আনার দাবি নগরবাসীর। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারী সহযোগিতা পেলে এই প্রক্রিয়া বাস্তবায়ন আরও গতিশীল হবে। অপরাধী শনাক্ত করতে ইতোমধ্যে রাজধানীতে ব্যক্তি উদ্যোগে বসানো সিসিটিভি সহায়তা করার পর সরকারীভাবে সমগ্র রাজধানীকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক আনা হয় সিসিটিভির আওতায়। রাজধানীর কয়েকটি ওয়ার্ড স্থানীয় কমিশনারের উদ্যোগে সিসিটিভির আওতায় আনা হয়। নগরীর বেশিরভাগ এলাকা ও সড়ক এখনও সিসিটিভির বাইরে রয়ে গেছে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকা-ের পর নাগরিক নিরাপত্তা বাড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন নগরবাসী। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারী সহযোগিতা পেলে এ প্রক্রিয়া বাস্তবায়নে আরও গতি আসবে। Ñস্টাফ রিপোর্টার
×