ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় পানি শোধনাগার

প্রকাশিত: ০৪:০৬, ২৮ মে ২০১৬

খুলনায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় পানি শোধনাগার

স্টাফ রিপোর্টার ॥ খুলনায় শুরু হয়েছে এ অঞ্চলের সবচেয়ে বড় পানি শোধনাগার কেন্দ্রের নির্মাণ কাজ। রূপসা উপজেলার সামন্তসেনায় এটি নির্মিত হচ্ছে। দেশে এত বড় রিজার্ভার নির্মাণ এটাই প্রথম। খুলনা পানি সরবরাহ প্রকল্পের আওতায় খুলনা ওয়াসা নির্মাণ কাজ তদারকি করছে। বাগেরহাটের মোল্লাহাটের মধুমতী নদী থেকে পানি এনে সরাসরি জলাধারে রাখা হবে। গ্রীষ্ম মৌসুমের আড়াই মাসের পানি জলাধারে মজুদ থাকবে। খুলনা নগরবাসীর পানির চাহিদা পূরণে রূপসা উপজেলার সামন্তসেনায় নির্মিত হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচে বড় এই পানি শোধনাগার । প্রায় ৫১ বিঘা জমির ওপর বিশাল এই জলাধার নির্মাণ কাজ চলছে। চীনের প্রকৌশলীদের দিকনির্দেশনায় কাজ করছে চীন ও খুলনার শ্রমিকরা। পানি শোধনাগার, পরিশোধিত পানির রিজার্ভার ও অফিস ভবনের পাইলিংয়ের কাজ চলছে এখন। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তারা। এডিবি, জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি টাকা। পানি শোধনাগার থেকে প্রতিদিন ১১ কোটি লিটার পানি ৭টি জলাধার ও ১০টি ওভারহেড ট্যাংকের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ। ২০১১ সালে গ্রহণ করা এ প্রকল্প ২০১৭ সালে শেষ হবে।
×