ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারও বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী

প্রকাশিত: ০৪:০৬, ২৮ মে ২০১৬

এবারও বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় রাজধানীবাসী। খাল ও ড্রেনগুলো বর্জ্যমুক্ত করা না গেলে এ সমস্যা সমাধান সম্ভব নয় বলে মত তাদের। তবে এবার জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন। তাই এবার তাদের আশা, হয়ত জলজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর প্রায় সব এলাকায়। মূল সড়ক বা উঁচু জায়গা থেকে অল্প সময়ে পানি নিষ্কাশন সম্ভব হলেও তুলনামূলক নিচু স্থানে বৃষ্টি মানেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এ বছরও বর্ষার আতঙ্কে রয়েছেন নগরবাসী। তাই সিটি করপোরেশন বা ওয়াসার পদক্ষেপের বাইরেও নিজস্ব উদ্যোগে চলছে ড্রেন পরিষ্কারের কাজ। কর্মকর্তারা বলছেন, খাল ও ড্রেন দিয়ে দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়। কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলায় খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার করেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ঢাকা ওয়াসা প্রধান প্রকৌশলী জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে সিটি কর্পোরেশন, রাজউক, ওয়াসাসহ পাঁচটি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। স্বল্পমেয়াদী পদক্ষেপে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার দাবি রাজধানীবাসীর।
×