ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে নজরুলজয়ন্তী

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ মে ২০১৬

মুন্সীগঞ্জে নজরুলজয়ন্তী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে বসে নজরুল আসর। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে নজরুল বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা বেগম। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারার অফিসার আসিফ আনাম সিদ্দিকী। আলোচনায় অংশ নেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মতিউল ইসলাম হিরু, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী ও সাহিত্য পত্রিকা ‘আলোর প্রতিমা’ সম্পাদক মাহবুব আলম জয় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন আক্তারুজ্জামান আবুল, আওলাদ হোসেন, মো. নেহাল, রোজানা আক্তার ও মিম আক্তার প্রমুখ। দিবসটি উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
×