ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ মে ২০১৬

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন (২০১৬-২০১৮) তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন নামের চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সদস্য এবং ভোটারের (ভোটার নং-২৪) গত ২২ মে করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার তিন মাসের জন্য নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেন। এ অবস্থায় চলচ্চিত্রের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটি সংগঠনের অনিয়ম ঠেকাতে সাহসী উদ্যোগ নেয়ার জন্য প্রযোজক মোঃ নাসির উদ্দিনের প্রশংসা করেছেন অনেকেই। ফলে এতদিনে জমে ওঠা প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনী পরিবেশ হঠাৎই পাল্টে গেছে। জানা যায় প্রযোজক মোঃ নাসির উদ্দিন তার রিটে (রিট পিটিশন নং-৫৯৯৬-২০১৬ উল্লেখ করেন, খোরশেদ আলম খসরু, শামসুল আলম, শরীফ উদ্দিন খান দীপু ও মনতাজুর রহমান আকবর- এই চার প্রার্থী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বিগত তিন মেয়াদে পর পর নির্বাচিত হয়েছিলেন। সমিতির সংঘবিধি এবং টি ও রুল অনুযায়ী ওই ব্যক্তিরা বর্তমান নির্বাচন ২০১৬-২০১৮ তে প্রার্থী হতে পারেন না। এই অবৈধ প্রার্থীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি মহামান্য হাইকোর্টে রিট আবেদন করছি। এই রিটের প্রেক্ষিতেই নির্বাচনের স্থগিতাদেশ দেয়। এ প্রসঙ্গে প্রযোজক মোঃ নাসির উদ্দিন শুক্রবার জনকণ্ঠকে বলেন, নিয়ম হলো পরপর তিন বার নির্বাচিত হওয়া কোন ব্যক্তি এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমার উল্লিখিত ওই ব্যক্তিরা নিয়ম ভঙ্গ করে প্রার্থী হয়েছেন। একজন সচেতন ব্যক্তি হিসেবে আমি এর প্রতিবাদ করেছি এবং আদালত এর স্থগিতাদেশ দিয়েছেন। আমি আশা করি প্রার্থীরা সকল নিয়ম মেনেই নির্বাচনে অংশ নেবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সৎ ও নিষ্ঠান মানুষকে নেতৃত্বের আসনে দেখবেন সংশ্লিষ্টরা এটাই আমার প্রত্যাশা। এদিকে নির্বাচনের আগেই সমিতির প্রধান দুটি প্যানেলের সমঝোতায় প্রথম এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়া আবদুল আজিজ নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশে চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি প্রযোজক সমিতির সকল সদস্য এবং ভোটারদের কাছে লিখিত বার্তা পাঠিয়ে এই হতাশা ব্যক্ত করেন বলে জানা গেছে। ‘আবদুল আজিজ প্যানেল’ এর মুখপাত্র আবদুল আজিজ চিঠিতে উল্লেখ করেছেন, সম্মানিত সদস্য, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে একজন সম্মানিত ভোটারের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট প্রযোজক সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। উপরোক্ত পরিস্থিতিতে আমি এবং আমার কমিটির সকল প্রার্থী হতাশ। তবে আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও থাকব।
×