ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিখোঁজ সাবমেরিনের সন্ধান

প্রকাশিত: ০৩:৫৬, ২৮ মে ২০১৬

নিখোঁজ সাবমেরিনের সন্ধান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাল্টা থেকে লা মাড্ডালেনা বন্দর ঘাঁটিতে থাকা মুসোলিনির আমলের ইতালির দুটি যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য পাড়ি দিয়েছিল ব্রিটিশ নৌবাহিনীর একটি সাবমেরিন। কিন্তু মাঝপথেই সেটি নিখোঁজ হয়ে যায়। ইতালির উপকূলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই সাবমেরিনের সন্ধান পাওয়া গেল ৭৩ বছর পর। সেই সঙ্গে পাওয়া গেছে ওই যুদ্ধজাহাজের আরোহী ৭১ জনের মৃতদেহও। সার্ডিনিয়ার উত্তর-পূর্ব উপকূলে ট্যাভোলারা দ্বীপের কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে সাবমেরিনটির সন্ধান পায় একটি ডাইভিং টিম। - এবিপি আনন্দ
×